এই চিন ১৯৬২-এর চিন নয়, ভারতকে পালটা জবাব চিনের
ভুটান সীমান্তে ভারত-চিন ইস্যুতে অর্থমন্ত্রী অরুণ জেটলি হুঁশিয়ারির এবার প্রত্যুত্তর দিল চিনের বিদেশমন্ত্রক৷ চিন পালটা জবাব দিয়ে বলে, এই চিন ১৯৬২সালের চিন নয়৷ এর আগে অরুণ জেটলি এক টেলিভিশন অনুষ্ঠানে কড়াভাবে জানিয়েছিলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে৷ জেটলির এই বক্তব্যেরই জবাব দেয় চিন৷
চিন এও জানায়, ভারত, ভুটান সীমান্তের কাছে ডোকলাম থেকে যেন নিজের সেনা সরিয়ে নেয়৷ চিনের মতে, সিকিম সেক্টরে ভারত এবং চিনের সীমা স্পষ্ট, এবং এখানে ভারতীয় সেনার উপস্থিতির কোনও প্রয়োজন নেই৷
প্রসঙ্গত, সিকিম নিয়ে ১৮৯০সালে চিন এবং ব্রিটেনের চুক্তিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও সমর্থন করেছিলেন৷ চিনের তৎকালীন প্রধানমন্ত্রী চাও এন লাই-কে পাঠানো চিঠিতে তিনি এই বিষয়ের সমর্থন করেছিলেন৷ ঠিক এই বিষয়টিকেই চিন তুলে ধরে বলে, এই চুক্তিকে সম্মান করে ভারতের এখনই উচিৎ সেনা তুলে নেওয়া৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং এই বিষয়টি নিয়েই বক্তব্য পেশ করেন৷
প্রসঙ্গত, সিকিমে চিন সেনার অনুপ্রবেশের ঘটনায় নতুন করে শুরু হয় ভারত-চিন অশান্তি। চিনকে হুঁশিয়ারি দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সেনাপ্রধান বিপিন রাওয়াত সিকিম ঘুরে আসার পরেই ভারতের প্রতি চরম হুঁশিয়ারি দেয় চিন৷ নাম না করে তারা কটাক্ষ করে সেনা প্রধানকে ও ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে খোঁচাও দেয় ভারতকে৷ পরে পালটা জবাব দিয়ে বলে, এই চিনও ১৯৬২সালের চিন নয়৷
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন