এই ছেলেরা যদি খেলতে পারে, তাহলে এদের চেয়ে আমি অনেক ভালো : আফ্রিদি

কয়েক মাস আগেই ইডেনে টি-২০-তে ভারতের কাছে হারের পর অধিনায়কত্ব থেকে সরে যেতে হয়েছে আফ্রিদিকে। এহেন শাহিদ আফ্রিদি এবার পাকিস্তান দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন। বললেন, ‘দুঃখিত, পাকিস্তান দলে কোনো প্রতিভাবান প্লেয়ার নেই।
২০১৫ সালেই টেস্ট ও একদিনের ম্যাচ থেকে অবসর নিয়েছেন আফ্রিদি। আপাতত তিনি শুধুই টি-২০ ক্রিকেট খেলেন। সর্বদা বিতর্কে থাকা এই পাক অল-রাউন্ডারকে তার অবসরের ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তান দলে কোনও প্রতিভাই নেই, যা আন্তর্জাতিক ক্রিকেটে দরকার। আমি আপাতত এই দলের সদস্য। তাই এ বিষয়ে বেশি কিছু বলব না। তবে যেদিন অবসর নেব, সব বলব।’
ভারতের কাছে টি-২০ ম্যাচে হারার পর দেশে-বিদেশে বিভিন্ন মহলে সমালোচনার মুখে আফ্রিদি। প্রশ্ন উঠছে তার অবসর নিয়ে। দলে কি তবে তিনি সিনিয়র প্লেয়ার হিসেবে বোঝা হয়ে ছিলেন? উত্তরে আফ্রিদির জবাব, ‘আমি কখনওই মনে করি না, আমি দলে বোঝা। আমি বরাবরই সম্মানের সঙ্গে খেলতে চেয়েছি।
নিজেকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছি। আমি চেয়েছিলাম, দলটাকে সেরা করে তবেই ছাড়ব। কিন্তু দেখলাম, এই ছেলেগুলো যদি খেলতে পারে, তাহলে আমি এদের চেয়ে অনেক ভালো। ‘ বিবিসি উর্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন