‘এই জয়টা অনেক স্বস্তির’
খুব কাছে গিয়েও জয়ের দেখা মিলছিল না। শেষের রোমাঞ্চটা শুধু বিপক্ষেই চলে যাচ্ছিল রাজশাহী কিংসের। কেবল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে পাওয়া প্রথম জয়টাই তাদের একমাত্র সম্বল ছিল। ওই ম্যাচের পর টানা তিন হার। জয়ে ফিরতে মরিয়া রাজশাহীর ভাগ্য বদল হল সেই ঢাকাতেই। সাকিব আল হাসানের দলকে পেয়েই দুর্বার হয়ে উঠল রাজশাহী কিংস।
ঢাকা ডায়নামাইটসকে দিয়েই টানা হারের বৃত্ত ভেঙ্গে নিয়েছে ছয় ম্যাচে দুই জয় পাওয়া রাজশাহী। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্য পেয়েও তিন উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী। টানা তিন ম্যাচ হারের পর এই জয়কে স্বস্তি হিসেবেই দেখছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
সামনে এগিয়ে যাওয়ার জন্য এমন একটি জয়ের সন্ধানেই ছিলেন এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার, ‘এই জয়টা অনেক স্বস্তির। এইরকম পরিস্থিতি থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি। যখন আউট হলাম, তখন ভেবেছিলাম এবার আমি বোধহয় তালগোল পাকালাম। সেখান থেকে জিততে পেরে ভালো লাগছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই মুহূর্তটাই দরকার ছিল।’
রাজশাহী কিংসের পাওয়া দুটি জয়ই এবারের বিপিএলের অন্যতম সেরা দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। এমন দলের বিপক্ষে জয় পাওয়ায় অন্যান্য ম্যাচে নিজেদের ওপর আস্থা রাখতে সহজ হবে বলে মনে করছেন স্যামি, ‘ঢাকা শক্তিশালী দল। এই টুর্নামেন্টে ওদের হারানোই সবচেয়ে কঠিন। সেই কাজটা আমরা দুবার করেছি। অন্য দলের বিপক্ষে খেলার সময় আমাদের এটা নিজেদের ওপর আস্থা রাখতে সাহায্য করবে।’
প্রথমে ব্যাট করে ১৮২ রানের মতো বড় সংগ্রহ গড়ে ঢাকা। কিন্তু ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে সামিত প্যাটেল এই সংগ্রহকেও সহজ করে দেয় রাজশাহীর জন্য। ম্যাচসেরা প্যাটেলকে নিয়ে রাজশাহী অধিনায়ক বলছেন, ‘আমি প্যাটেলকে চার নম্বরে উঠিয়ে এনেছি। আমি ওর সঙ্গে ইংল্যান্ডে খেলেছি। সে প্রান্ত বদল করে খেলতে পারে। ক্রিকেটের সব শট খেলতে পারে। যেদিন ছন্দে থাকে সেদিন সহজেই সীমানা পার করতে পারে। আজ তার ইনিংসটি আমাদের জন্য ছিল অসাধারণ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন