‘এই তিন ক্রিকেটারকে ফাঁসি দেওয়া উচিত’, আবারও আলোড়ন সৃষ্টি

আবারও আলোড়ন সৃষ্টি ক্রিকেট বিশ্বে। ওয়াসিম আক্রাম, ইনজামাম উল হক, মোশতাক আহমেদ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এমনই অভিযোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার আবদুল কাদির।
এই তিন ক্রিকেটারকে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করেন কাদির। তিনি বলেছেন, ‘ওয়াসিম আক্রাম, ইনজামাম উল হক, মোশতাক আমেদকে ফাঁসি দেওয়া উচিত।
ওঁরাই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিল।
২০০০ সালে আতাউর রহমান এবং সেলিম মালিকের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। যার মূল কান্ডারী ছিল আকরাম, ইনজি এবং মোশতাক।
কিন্তু এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। এই তিন ক্রিকেটারই কখনও না কখনও পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত ছিল। তার ফলেই কী ছাড় পেল আকরামরা?’
পাকিস্তান সুপার লিগ ম্যাচ ফিক্সিং বিতর্কে এখনও পর্যন্ত চারজন ক্রিকেটার নির্বাসিত হয়েছেন। সংখ্যা বাড়তেও পারে। এমনিতেই পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্ক। যেখানে সবসময়ই কোনও না কোনও দুর্নীতি দানা বেঁধেছে। এবার কাদিরের অভিযোগ নিয়ে কী হইচই হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন