এই দিনগুলোতে আপনাকে স্টার স্পোর্টসের সামনে থাকতে হবে মোস্তাফিজের বোলিং দেখার জন্য
বর্তমান ক্রিকেট বিশ্বের বিস্ময় বাংলাদেশের পেস সেনশেসন মোস্তাফিজুর রহমান ভিসা পেলেই চলে যাবেন ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলার জন্য। আইপিএল মাতিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মোস্তাফিজ এবার মাতাবেন ইংল্যান্ড। কাউন্টিতে সমান তালে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ চললেও তিনি কেবল রঙিন পোশাকেই খেলবেন দলটির হয়ে।
আগামীকাল তাকে মাঠে নামানোর পরিকল্পনা করছিল সাসেক্স। কিন্তু প্রত্যাশিত সময়ে মোস্তাফিজ যেতে পারছেন না।
ভারতে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর সবাই যেন উন্মুখ হয়ে আছে ইংল্যান্ডের মাটিতে তার বোলিং দেখার জন্য। এ কারণে কাউন্টিতে তার কবে কখন খেলা, এ নিয়েও অনেকের কৌতূহল। আপাতত আগামী ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কারণ, এরপরই শুরু যাবে নকআউট পর্ব। টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টের সেই নকআউট পর্বে জায়গা করে নিতে দুই টুর্নামেন্টেই নিজেদের পয়েন্ট টেবিলে কমপক্ষে ৪ নম্বরে থাকতে হবে সাসেক্সকে।
১৮টি দলকে উত্তর ও দক্ষিণ এই দুটি গ্রুপে ভাগ করে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট টুর্নামেন্ট দুটি হয়। চার ম্যাচের তিনটিতেই হার ও মাত্র একটি জয় নিয়ে সাসেক্স নিজেদের গ্রুপে পড়ে আছে সবার শেষে। টি-টোয়েন্টিতে অবশ্য অবস্থা মোটামুটি ভালো। ১০ ম্যাচের চারটি জয়, চারটি পরাজয়, দুটি পরিত্যক্ত। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ নম্বরে। ভালো সম্ভাবনা আছে চারে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।
তবু আগামীকাল থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিগুলোতে চোখ রাখতে পারেন। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হয় খেলাগুলো।
১৫ জুলাই রাত ১২টাই হ্যাম্পশায়ারের বিপক্ষে, ২১ জুলাই রাত ১২টাই এসেক্সের বিপক্ষে, ২২ জুলাই রাত সাড়ে ১১টাই সারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে মোস্তাফিজের সাসেক্স। ২৪ জুলাই বিকাল ৪টাই গ্লস্টারশায়ারের বিপক্ষে, ২৭ জুলাই সন্ধ্যা ৭টাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে সাসেক্স। ২৮ জুলাই রাত সাড়ে ১১টাই গ্ল্যামরগানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে এবং ৩০ জুলাই বিকাল ৪টাই সামারসেটের বিপক্ষে ও ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টাই কেন্টের বিপক্ষে ওয়ানডে ম্যচে মুখোমুখি হবে সাসেক্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন