এই দু’জনের জন্য জীবনের অন্যতম বড় বিতর্কে জড়ালেন সলমন খান!

সলমন খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। বদমেজাজি, খামখেয়ালি বলে সলমন খানের একটা সময় বড় দুর্নাম ছিল। কিন্তু, গত কয়েক বছর ধরেই গুড বয়ের মতোই ছিলেন সল্লু। তাহলে হলটা কী?
‘বিগ বস’-এর হোস্টের ভূমিকায় কাজ করছেন সলমন খান। কিন্তু, এই ‘সেলিব্রিটি রিয়্যালিটি শো’-এর শুরু থেকেই বার বার দুই প্রতিযোগীকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল সল্লু মিয়াঁকে। আর এই ২ প্রতিযোগী হলেন প্রিয়ঙ্কা জগ্গা এবং ওম স্বামী। এই দু’জনকে নিয়ে সলমন এতটাই বিরক্ত যে তিনি ‘বিগ বস’-এর নির্মাতাদের হুমকিও দিয়েছেন। সলমন নাকি জানিয়ে দিয়েছেন, ২৮ জানুয়ারি ‘বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে-তে প্রিয়ঙ্কা এবং ওম স্বামী যদি হাজির থাকেন তাহলে তিনি সেখানে যাবেন না। গ্র্যান্ড ফিনালেতে ‘বিগ বস’-এ হোস্টের ভূমিকায় অবতীর্ণ হতেও অস্বীকার করেছেন তিনি।
সলমন খানের এই হুঁশিয়ারিতে মাথায় হাত ‘বিগ বস’ নির্মাতাদের। কারণ, ইতিমধ্যেই প্রিয়ঙ্কা জগ্গা ও ওম স্বামী-কে ‘বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে-তে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার ‘বিগ বস’-এর শুরু থেকেই সলমন খানের সঙ্গে খটাখটি লেগেই ছিল প্রিয়ঙ্কা জগ্গার। এমনকী, ‘বিগ বস হাউস’ থেকে বহিষ্কৃত হওয়ার জন্য সলমন খানের দিকেই আঙুল তুলেছিলেন তিনি। সলমনের জন্য ‘বিগ বস হাউসে’ তাঁর মিসক্যারেজ হয়ে যায় বলেও প্রিয়ঙ্কা অভিযোগ করেন। ওম স্বামীও ‘বিগ বস হাউস’ থেকে বিতাড়িত হয়ে দাবি করেছিলেন তিনি সলমনকে থাপ্পড় মেরেছিলেন। এমনকী, পরে দাবি করেছিলেন, সলমন একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। আর সেই কারণে সলমন খানের ‘এডস’ আছে বলেও অভিযোগ করেছিলেন ওম স্বামী। এমন আচরণ করলে সল্লু ভাইয়ের তো গুস্সা আসবেই, দাবি করছেন সলমনের ভক্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন