এই প্রথম একসঙ্গে তিন সুপারস্টার

নোবেল, মোশাররফ করিম এবং পূর্ণিমা এই প্রথম একসঙ্গে একটি ঈদের নাটকে অভিনয় করছেন। তাদের সঙ্গে যুক্ত হলেন নোভা। এই চারজনকে নিয়ে রায়হান খান তার নিজের রচনায় ও পরিচালনায় নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘যখন সময় থমকে দাঁড়ায়’।
রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গত ৭ এপ্রিল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। পূর্ণিমা বলেন, ‘নোবেল ভাই এমনই একজন মানুষ, যার মতো মানুষ আমি খুব কম দেখেছি। সেই ছোটবেলা থেকেই তার প্রতি ক্রাশ আমি, এখনো। তার কথা বলা, তার ফ্যাশন, তার পার্সোনালিটি সবমিলিয়ে তিনি অসাধারণ।
অন্যদিকে মোশাররফ ভাই একজন শক্তিমান অভিনেতা। দুইজন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় আমার কাছে অনেক ভালোলাগার জন্ম দিয়েছে।’ এর আগে নোবেল ও পূর্ণিমা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদের লেখা ‘যদি ভালো না লাগে দিও না মন’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন ২০১১ইং সালে। মোশাররফ করিম ও পূর্ণিমা অভিনয় করেছিলেন ২০১৫ইং সালে তুহিনের নির্দেশনায় ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন’ নাটকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন