এই ব্যর্থতার উত্তর নেই আমার কাছে|তামিম
এক উইকেট হারিয়ে ১৭১ রান- ঢাকা টেস্টে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। অথচ বিকেলের চিত্রটা একেবারেই উল্টো। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের বাংলাদেশের প্রথম ইনিংস ২২০ রানে থেমে গেছে। মাত্র ৪৯ রানে যোগ করতেই বাকি নয় উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।
দলের এই ব্যাটিং বিপর্যয়ের জন্য ব্যাটসম্যানদেরই দুষছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। কিন্তু কেন এই ব্যর্থতা? এর উত্তর জানা নেই তাঁর।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে কি, যেভাবে আমাদের নয়জন ব্যাটসম্যান আউট হয়েছে, এর উত্তর আমার কাছে নেই। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের আরো সতর্ক হয়ে খেলা উচিত ছিল।’
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে -এটা অস্বীকার করার উপায় নেই। তবে প্রতিপক্ষ দলও ভালো বল করেছে। আমাদের কিছু ভুল ছিল বলেই বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।’
আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ ওপেনার, ‘যেভাবে আমার শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালোই হতো। অন্তত পক্ষে আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো। হয়তো লিড নেওয়া সম্ভব হতো।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন