এই শাহাদাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছিলেন
জামিন আবেদন করলেও রেহাই পাননি ক্রিকেটার শাহাদাত হোসেন। তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শাহাদাতের আইনজীবী কাজী মোহাম্মদ নজিবুল্লাহ হিরু জানিয়েছেন তার সম্পর্কে নানা দিক।
তিনি শাহাদাতের জামিন শুনানিতে বলেন, শাহাদাত দেশের সম্পদ। তাকে মুক্তি দেয়া উচিত। পরে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। শুনানিতে হিরু বলেন, এই শাহাদাতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও চিন্তা ছিল।
শাহাদাত অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে শাহাদাতকে ৫০ লাখ টাকা খরচ করে হাঁটুর চিকিৎসা করার জন্য অষ্ট্রেলিয়াতে পাঠানোর ব্যবস্থা করেন।
হিরু বলেন, তার স্ত্রীর অপরাধে তাকে আটকে না রেখে খেলার মাঠে ফেরার সুযোগ দেয়া উচিত। পরে হিরু বলেন, তার বিরুদ্ধে আনীত আভিযোগ প্রমাণিত হলে তা জঘণ্য অন্যায় বলেই বিবেচিত হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট ভালোবাসেন। শাহাদাত অসুস্থ হলে তার চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন