একইদিনে মুক্তি পাচ্ছে বাজিরাও-দিলওয়ালে
একই দিনে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ এবং রণবীর, দীপিকা এবং প্রিয়াঙ্কা অভিনীত ‘বাজিরাও মাস্তানি’। স্বাভাবিক ভাবেই একই দিনে মুক্তি পেলে ক্ষতিগ্রস্থ হবে দুটি ছবির বাজার। দিলওয়ালে’র কাছে কী হেরে যাবে মাস্তানি, নাকি সঞ্জয় লীলার কাছে পরাজিত হবে শাহরুখ-কাজল জুটি, এ প্রশ্নই এখন সবার কাছে ঘুরে-ফিরে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বর্ষীয়ান বলিউড ছবি-বোদ্ধা মনে করেন, দুই ছবির মধ্যে দর্শক সবার আগে দেখতে যাবে ‘দিলওয়ালে’।
১৮ ডিসেম্বর মুক্তির ব্যাপারে প্রায় নিশ্চিত ‘দিলওয়ালে’। এরইমধ্যে নিজের মতো করে প্রচারণা শুরু করেছেন শাহরুখ। তবে ‘বাজিরাও মাস্তানি’ ছবি মুক্তি তারিখ পেছাবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। দেখা যাক, শাহরুখের সঙ্গে টক্কর দিকে কী ব্যবস্থা নেন সঞ্জয় লীলা বানশালী।
এছাড়াও এরই মধ্যে দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহের সঙ্গে চুক্তি করেছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এ ভাবে এগোতে থাকলে দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহেরই দখল নেবে ‘দিলওয়ালে’!
মনে আছে, ২০১১ সালে ‘জাব তাক হ্যায় জান’-এর সঙ্গে লড়তে গিয়ে পিছিয়ে এসেছিল ‘সন অব সর্দার’।
সমালোচক তরুণ আদর্শ অবশ্য এতো ভয়ের কিছু দেখছেন না। তাঁর মতে, একটা টানা ছুটির মধ্যে মুক্তি পাচ্ছে ছবি দুটো, অতএব সবার হাতেই ছবি দেখার সময় থাকবে! দুটো ছবিই দেখবেন দর্শকরা!
ডাকসাইট বাণিজ্য-বিশ্লেষক অতুল মোহন মনে করেন, দুটো ছবি ভাগ করে দেখাবার জন্য যথেষ্ট মাল্টিপ্লেক্স রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন