একই ছবিতে সালমান ও ‘বাহুবলি’র প্রভাস!

সুপারহিট মালয়লাম ছবি ‘পুলিমুরুগান’-এর রিমেক করার পরিকল্পনা হচ্ছে অন্যান্য ভাষায়। ভারতীয় গণমাধ্যমে জোর গুজব, হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান এবং তামিল রিমেকে ‘বাহুবলি’-খ্যাত প্রভাস। বলিউড লাইফের খবরে জানা গেল, রাজেশ পিল্লাইয়ের অভিষেক ফিল্মস এরই মধ্যে মূল ছবিটির স্বত্ব কিনে নিয়েছে।
‘পুলিমুরুগান’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। দারুণভাবে ব্যবসাসফল এই ছবিকে এখন অন্য ভাষায় নির্মাণের দিকে নজর অভিষেক ফিল্মসের। এই উদ্দেশ্য সফল করতে গণ্ডা গণ্ডা টাকা ঢালার পরিকল্পনাও রয়েছে নির্মাণ সংস্থাটির। সালমান ও প্রভাসের নাম উঠে এসেছে সে কারণেই। তবে পুরো বিষয়টি এখনো গুজবের পর্যায়েই রয়েছে।
মোহনলালের ছবি মানেই চমকপ্রদ কিছু। ‘পুলিমুরুগান’ ছবিতে এই জীবন্ত কিংবদন্তির সবচেয়ে বড় চমক ছিল প্রায় ২০ মিনিটের একটি দৃশ্যে সত্যিকারের একটি বাঘের সঙ্গে লড়াই। ভিয়েতনামের জঙ্গলে ধারণ করা হয়েছিল ছবিটির দৃশ্য।
আপাতত সালমান খান ব্যস্ত রয়েছেন নিজের পরবর্তী ছবি ‘টিউবলাইট’ নিয়ে, যার কাজ শেষের দিকে। ‘বাহুবলি ২’ মুক্তির আগে অন্য কোনো বড় ছবিতে এখনো নাম উঠে আসেনি প্রভাসের। সুতরাং, মোহনলালের স্থলাভিষিক্ত তাঁরা হতেই পারেন—এমন ধারণা রয়েছে বেশ কয়েকটি বলিউডি গণমাধ্যমের।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন