একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী, শ্যালিকা ও শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন জামাই নাজমুল হক (৩৫)। স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
আজ শুক্রবার ভোররাত চারটার দিকে রায়পুর পৌরশহরের আব্বাস আলী সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাজমুল হকের স্ত্রী মহিমা আক্তার (২৫), শ্যালিকা সুফতা জান্নাত (২৩), শাশুড়ি আকফুতেরনেছা (৪৫) ও শ্বশুর মহিউদ্দিন বাবর (৫৫)। আহত বক্তিদের প্রথমে রায়পুরের বেসরকারি একটি হাসপাতালে, পরে লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সাত বছর আগে বরিশালের বাসিন্দা নাজমুলের সঙ্গে মহিমার বিয়ে হয়। স্ত্রী মহিমা ও শ্যালিকা সুফতা একটি বিউটি পারলার পরিচালনা করতেন। কিন্তু স্বামীর সঙ্গে মহিমার বিচ্ছেদ হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে নাজমুল দাবি করেন, বিউটি পারলার খোলার সময় তিনি টাকা দিয়েছিলেন। এ টাকা তিনি ফেরত চান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে নাজমুল দা দিয়ে কুপিয়ে পরিবারের সবাইকে জখম করেন।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশে দেয়। নাজমুল ও মহিমার পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নাজমুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন