ব্রেকিং নিউজ- একই স্কুলের ছয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! অবসাদ না কি অন্য রহস্য?
একই ক্লাসে পড়ত না কেউ। এমনকী এক গ্রামের বাসিন্দাও নয়। অথচ মাত্র তিন সপ্তাহের মধ্যে একই রকম ভাবে এক স্কুলের ছয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিশের একটা অংশ যদিও এটাকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে। তবে, অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে তারা।
সম্প্রতি মধ্যপ্রদেশের সিধি জেলার বাহরি থানা এলাকার সাফি উচ্চমাধ্যমিক স্কুলের ছয় ছাত্রীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যেকের বাড়িতেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোনও ক্ষেত্রেই সুইসাইড নোট জাতীয় কিছুই মেলেনি। মাত্র তিন সপ্তাহের মধ্যে ছ’বার এমন ঘটনা ঘটায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হল গাজরাহি গ্রামের রানি যাদব (১৪), কোঠারের আকাঙ্ক্ষা শুক্লা (১৭), কুবরির অমৃতা গুপ্ত (১৮), কারোদি গ্রামের বাসিন্দা অনিতা সাউ (১৬) এবং দুয়ারাগাঁওয়ের বাসিন্দা আরও দুই ছাত্রী।
গত ২৭ ফেব্রুয়ারি প্রথম অস্বাভাবিক মৃত্যুর খবর পান স্কুল কর্তৃপক্ষ। দুয়ারাগাঁওয়ের বাসিন্দা দুই ছাত্রীর বাড়ি থেকেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তার পর দিনই একাদশ শ্রেণির ছাত্রী অনিতার মৃত্যুর খবর পাওয়া যায়। এই ঘটনার পরে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দ্বাদশ শ্রেণির ছাত্রী অমৃতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। কয়েক দিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় আকাঙ্ক্ষা এবং রানির। বাকিদের মতো ঠিক একই রকম ভাবে তাদেরও ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, একই স্কুলের পড়ুয়া হলেও তাঁরা কেউই একই ক্লাসের বা একই গ্রামের বাসিন্দা ছিল না। তাদের মধ্যে যে খুব একটা বন্ধুত্ব ছিল তেমনটাও নয়। তবে কি অবসাদে ভুগছিল ওই ছাত্রীরা? মৃতদের পরিবারের দাবি, তেমন কিছু তারা বুঝতে পারেনি। কারণ, সকলের সঙ্গেই খুব স্বাভাবিক ভাবেই মেলামেশা করত ওই ছাত্রীরা। এমনকী স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করেও এখনও পর্যন্ত কোনও কূল-কিনারা খুঁজে পায়নি পুলিশ। তবে পর পর একই স্কুলের ছয় ছাত্রীর মৃত্যুর ঘটনাকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছেন না বাহরি থানার টাউন ইনস্পেক্টর কুমার মারাস্কোলে। ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তার খোঁজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন