একজনের কাছেই আমরা এগারোজন দুইবার হারলাম: সাকিব
মিরপুরের হোম অব ক্রিকেটে ঢাকার বিপক্ষে ছয় উইকেটের যে জয় পেয়েছিল রাজশাহী তাতে সামিত প্যাটেলের অবদান ছিল ৪৪ রান। সোমবার (২১ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন উইকেটের জয়ে সামিতের দানবীয় ব্যাটিংয়ের অবদান। ৩৯ বলে ছয়টি ছয় ও পাঁচটি চারে করলেন ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিবের আক্ষেপ একজন সামিত প্যাটেলের কাছে আমরা এগারোজন দুইবার করে হারলাম।
রাজশাহীর কাছে দুইবারই হারলেন। রাজশাহী কি ঢাকার দুর্বলতাকে বেশি কাজে লাগাতে পারছে এমন প্রশ্নে সাকিব বলেন: বলাটা মুশকিল। কিন্তু আমাদের সাথে দুইটা ম্যাচই ওরা ভালো খেললো। এবং দুটি ম্যাচেই সামিত প্যাটেল বেশি ভালো খেললো। দুইটা ম্যাচেই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। এটা একটা হতাশার ব্যাপার আমাদের দলের জন্য। যে আমরা ১১ জন মিলে একজনের সাথে পারলাম না।
ঢাকায় জয়ে শুরু চট্টগ্রামেও জয়ে শুরু হঠাৎ ছন্দপতনের কারণ উল্লেখ করে সাকিব বলেন: অবশ্যই আমরা ভালো খেলিনি। এটাই সবচেয়ে বড় কারণ। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।
প্যাটেলের কাছেই হারলেন কি? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন: হ্যা, মুমিনুলও ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।
অপরদিকে কাঙ্খিত জয়ে খুশী রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। সংবাদ সম্মেলনে দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও সামিত প্যাটেলের ভূয়সী প্রশংসা করেন তিনি।
স্যামি বলেন: একটা মোমেন্টাম দরকার ছিল, জয়টা এসেছে এমন জয়ে দলের সবাই উজ্জীবিত ও খুশী। ঢাকার মতো ভালো দলকে টুর্নামেন্টে দু’বার হারাতে পারায় আমরা সত্যিই অানন্দিত।
নিজের আউট সম্পর্কে স্যামি বলেন: আমি খু্ব বাজে ভাবে আউট হয়েছি। তারপরও ম্যাচটা জিতেছি। আমরা সবাই খুশী।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন