বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একজন ভাষাসৈনিকের দিন কাটে অনাহারে-অর্ধাহারে

১৯৫২ সালে মায়ের ভাষায় কথা বলার জন্য আর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালিরা আন্দোলন করেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করেছে। রাজ পথে ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত। সে লড়াইয়ে বাঙালিরা সফলও হয়েছে।

মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় তৎকালীন পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশের মানুষ আজ বাংলা ভাষায় কথা বলাসহ দাপ্তরিক সকল কাজ করছে। এছাড়া মাতৃভাষা দিবসটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে মহান দিবস হিসেবে সমাদৃত হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। সে সময় থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দিবসটি পালিত হয়ে আসছে।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি দেশে বিদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও সেই সময়ের ভাষাসৈনিকেরা রয়ে গেছে অবহেলিত। রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতিও মেলেনি তাদের। অনেকে অসহায় হয়ে বা কেউ রোগে ভুগে মানবেতর জীবন যাপন করছেন। অনেকের কপালে জোটেনা চিকিৎসার টাকা। ফলে কষ্টে জীবন কাটে তাদের। মাঝে মাঝে কোনো সভা সেমিনারে আমন্ত্রণ পেলেও অনেকের জীবন কাটে নিভৃতে আর নিঃসঙ্গতায়।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর গ্রাম। এই গ্রামেরই একজন কমরেড সিরাজুল ইসলাম। তিনি বাংলা ভাষা রাষ্ট্র চাই আন্দোলনের একজন নির্ভীক সৈনিক। বয়স একশ পেরিয়ে গেছে। পরিবারের সদস্যরা বলছেন, তার বয়স এখন ১১৬ বছর। ব্যক্তি জীবনে স্ত্রী , ৬ ছেলে আর ১০ মেয়ে নিয়ে তার পারিবারিক জীবন। ছেলে মেয়েরা সবাই নিজ নিজ কর্মজীবনে ব্যস্ত।

সহায় সম্বল বলতে শুধু মাত্র ৫ শতাংশ জমি। আর বসত বাড়ি। বয়সের ভারে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। কোনো কাজ কর্ম করতে পারেন না। ফলে উপার্জন কমে গেছে। অর্থাভাবে থেমে আছে চিকিৎসা। ভাষা আন্দোলনের এই সৈনিকের বর্তমান দিন কাটছে অনাহারে, অর্ধাহারে। খোঁজ নেয়ার মতো তেমন কেউই নেই। সন্তানরাও তাকে এখন বোঝা মনে করছেন।

এদিকে সিরাজুল ইসলাম নিজেই বাংলা ভাষার জন্য লড়াই করে দমে যাননি। বড় ছেলে নুরজ্জামানকে উদ্বুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে যেতে। দেশের জন্য লড়াই করতে। দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। কিন্তু ভাষাসৈনিক সিরাজুলের মুক্তি মেলেনি। জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই তার এখনো শেষ হয়নি।

বাড়িতে অবস্থানরত তার ছেলে রজব আলী জানান, বাবা ভাষার জন্য লড়াই করেছেন। কিন্তু ভাষাসৈনিক হিসেবে কোনো স্বীকৃতি পায়নি আজো। সকল ভাষাসৈনিককে স্বীকৃতি দেয়া উচিত বলে মনে করেন তিনি।

স্পষ্ট করে কথা বলতে অক্ষম সিরাজুল ইসলাম জানান, তার জীবনে শেষ চাওয়া সরকার যেন তাকে স্বীকৃতি দেয়। সমাজে তিনি যেন ভাষাসৈনিক হিসেবে মর্যাদা পান। তার দাবি সকল ভাষা শহীদদের নামে স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা সড়কের নামকরণ করা হোক। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম জানবে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে যেমন দেশ স্বাধীন হয়েছে ঠিক তেমনি বাংলা ভাষায় কথা বলার অধিকার নিয়েও বাঙালি জাতিকে আন্দোলন ও জীবন দিতে হয়েছে। বাংলামেইল

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা