শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একটাই কথা— পদ চাই, পদ চাই

‘পদের জন্য তদবির করতে নেতাকর্মীরা বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় ও পার্টি অফিসে ধরণা দিচ্ছে। সবাই মায়া হরিণের পেছনে ছুটছে। একটিই কথা— পদ চাই, পদ চাই।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির নেতারা এ কথা বলেন। দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আসন্ন কাউন্সিলে পদের জন্য তদবির করতে অনেক নেতাকর্মী বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় কিংবা পার্টি অফিসে রিজভী ভাইয়ের পাশে পাশে থাকেন। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

পদের জন্য নেতাকর্মীদের তদবিরের বিষয়টি স্বীকার করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমরা মায়া হরিণের পেছনে ছুটছি। সবার একটিই কথা— পদ চাই, পদ চাই।’

আলাল বলেন, ‘বিএনপির নবনির্বাচিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন কাউন্সিলে দলের নীতি-আদর্শ থেকে শুরু করে নেতৃত্ব নতুন করে সাজাবেন। সুতরাং পদের জন্য আমরা দৌঁড়াদৌঁড়ি ও তদবির করবো না— এ প্রতিজ্ঞা আমাদের করতে হবে। প্রত্যেকের কর্মকাণ্ড নেত্রীর (খালেদা জিয়া) নজরে ও বিশ্লেষণের মধ্যে আছে। নিচের লেভেলের নেতাদের কর্মকাণ্ডও আমাদের নজরে আছে। এগুলোকে একত্রিত করে একটি নতুন রূপ দিতে পারলে আমাদের কাউন্সিলের সফলতা আসবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপিতে অনেক চাটুকার ও বেঈমান রয়েছে। এরা অতীতেও দলের সঙ্গে বেঈমানি করেছে, দলকে ভুল পথে পরিচালিত করেছে, দলের ক্ষতি করেছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক ও সোচ্চার থাকতে হবে, কৌশলী হতে হবে।’

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তথা জিয়া পরিবার যদি বাংলাদেশে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনা কিংবা অন্য কারোর এমন কোনো শক্তি নেই যে, বিএনপির ক্ষতি করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। এ ব্যাপারে আয়োজকরা জানান, কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।

‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’র সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির হোসেন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু, বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, যুবদল যুগ্ম-সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মঞ্জুর হোসেন ঈসা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল