মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একটা সময় অনেকেই ক্রিকেটার হওয়ার আশা ছেড়ে দেবেন

‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে দলবদলে খেলোয়াড়দের টাকা দেয়া হবে গ্রেডিংয়ের মাধ্যমে। আর এ কারণেই, প্রিমিয়ার লিগের উপর নির্ভরশীল ক্রিকেটারদের কপালে দুশ্চিন্তার ভাজ।

এর ফলে, অনেক ক্রিকেটারের আয়ে শিকল পরিয়ে দিচ্ছে ক্লাবগুলো। এই পদ্ধথতিতে ক্রিকেটারদের স্বাধীন ভাবে দলবদল করার কোন ‍উপায় নেই, ইচ্ছামত পারিশ্রমিকও দাবি করতে পারবেন না তারা।

জানা গেছে, প্রস্তাবিত গ্রেডিং পদ্ধতিতে ৬ জন আইকন ক্রিকেটার থাকছে। এছাড়াও ‘এ+’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা। সর্বনিম্ন ‘ই’ গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৩ লাখ ৫০ হাজার টাকা। যদিও এই গ্রেডিং এখনও একটি প্রস্তাবনার মধ্যে আছে। তারপরও ক্ষোভ ঝরলো জাতীয় দল থেকে বাদপড়া তারকা ক্রিকেটার আবদুর রাজ্জাকের কণ্ঠে।

দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, ‘দলবদল নিয়ে এখনও যা শুনছি তাতে কোনো আশার আলো দেখছি না। যদি গ্রেডিং পদ্ধতি করে দেয়া হয় তবে আমাদের টাকার পরিমাণও কমে যাবে অনেক। আমাদের প্রিমিয়ার লিগের আয়ের উপরই চলতে হয় সারা বছর। এখানে যারা ‘এ+’, ‘এ’ গ্রেডে থাকবে তারাই বেশি টাকা পাবে। যারা জাতীয় দলে খেলেন তাদের কথা আলাদা, তারাতো সারা বছর টাকা পাচ্ছে। কিন্তু যারা জাতীয় দলের বাইরে আছে তাদের কথাও ভাবতে হবে বিসিবিকে। তারা কিভাবে চলবে! দেখা যাবে একটা সময় অনেকেই ক্রিকেটার হওয়ার আশা ছেড়ে দেবেন।’

‘এ+’ গ্রেডিংয়ে থাকবে দেশের সেরা ক্রিকেটাররাই। এরপর ‘এ’ গ্রেডে যারা থাকবেন তারা পাবেন ২৫ লাখ টাকা, ‘বি+’ ২০ লাখ, ‘বি’ গ্রেডে ১৫ লাখ, ‘সি’ গ্রেডে ৮ লাখ, ‘ডি’ গ্রেডে ৪ লাখ ৫০ হাজার টাকা পাবে ক্রিকেটাররা। বেশির ভাগ ক্রিকেটারই থাকবে ‘বি’ থেকে ‘ই’ গ্রেডের মধ্যে। প্রস্তাবিত টাকার এই অংক নিয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘সামান্য সংখ্যক ক্রিকেটারই থাকবে ‘এ+’ ও ‘এ’ ক্যাটাগরিতে। এখানে যারা আছে শুধু তাদেরই নিয়ে ভাবলে হবে না। বড় একটি অংশ যারা জাতীয় দলে নেই তারা কি করবে? ধরেন আমি যদি এ গ্রেডে থাকি আর যদি নিজের চিন্তাই করি তাহলে কিভাবে হবে? আর শেষ পর্যন্ত যদি এটাই করা হয় তাহলে কষ্ট হলেও আমাদের জন্য বিসিবি’র সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কিছু করারও থাকবে না।’

তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগের আয়টাই হচ্ছে আমাদের ক্রিকেটারদের সারা বছরের বড় উপার্জন। যদি ঘরসংসার বাদ দিয়ে সারাবছর ক্রিকেট খেলেই চলতে হয় তাহলে একজনের পক্ষে কি এই আয়ে চলা সম্ভব? আমি মনে করি না। এই যদি হয় আর এ ভাবেই যদি চলতে থাকে তাহলে অনেকেই ক্রিকেট ছেড়ে দেবে। কারণ তাকে তখন নিজের ঘর-পরিবার চালানোর জন্য আগে আয়ের ব্যবস্থা করতে হবে। এর পর ক্রিকেটের জন্য সময় বের করতে হবে। প্রিমিয়ার লিগের দলবদল শুধু জাতীয় দলের কথা ভেবে করলেই হবে না। অন্যদের সবার কথাও চিন্তা করতে হবে। আমি বিশ্বাস করি বিসিবি এমন কিছু করবে না।’

তবে এ বিষয়ে বিসিবি’র কোনো পরিচালকই মুখ খুলতে রাজি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন আমরা ক্রিকেটারদের সংগঠন কোয়াবের একটি ভূমিকা থাকবে বলে মনে করেছিলাম। কিন্তু সেটি হবে না। কারণ কোয়াবের নেতারাই জড়িত বিসিবির সঙ্গে। আর ক্লাবের পরিচালকরাতো বিসিবিরও পরিচালক তাই তারাও চাইবেন নিজেদের ক্লাবের ইচ্ছাই যেন বোর্ডে প্রতিফলিত হয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির