একটি কথা না বলেও বলা যায় ‘ভালোবাসি’

ভালোবাসি কথাটি মুখে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসি বলতে একটি শব্দও ব্যবহার করতে হয় না। কাজের মাধ্যমেই সঙ্গীকে বলা যায় ভালোবাসি। প্রতিদিনই বলা যায়। প্রতিক্ষণে বলা যায়। বার বার স্মরণ করিয়ে দেওয়া যায় ভালোবাসি।
মুখে ভালোবাসি না বলেও কীভাবে সঙ্গীকে বলা যায় ভালোবাসি তা জানাচ্ছেন যুগলরা।
১. আমার বাগদত্তা তার পকেটে সব সময় চুল বাধার ফিতা রাখতো। কারণ আমি সব সময় চুল বাধতে ভুলে যেতাম। বাইরে গিয়ে ফিতার প্রয়োজন হলে সে পকেট থেকে বের করে দিতো। তখনই ভালোবাসা বোঝা যেত। ভালোবাসি বলা হতো। (লেয়াহ)
২. প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার স্বামী থালা বাসন পরিষ্কার করে। বাড়ি পরিষ্কার করে। আমরা ঘুম থেকে জেগে দেখতাম সম্পূর্ণ পরিষ্কার একটি বাড়ি। ঝকঝকে বাড়িতে আমরা দিন শুরু করতাম। (সারাহ)
৩. আমি বিছানায় গিয়ে আমার শোয়ার জায়গা গরম পেতাম। কারণ আমার স্বামী আমার শোয়ার জায়গা গরম করে রাখতো। (ক্যাথরিন)
৪. আমাদের বেড রুমে আমরা টিভি দেখছিলাম। আমি শুয়ে ছিলাম। আমার স্বামী বসা ছিল। সে আমার পায়ের কাছে এসে বসে। তাপর তারপর পায়ে পা ঘষতে থাকে। আমি বুঝেছি এটাই ভালোবাসা। (ডেবেই)
৫. আমার স্বামী ১২ বছর ধরে রাতের খাবার তৈরি করে খাওয়ায়। (কাটই)
৬. আমি গরম কফি পছন্দ করতাম। আমার স্বামী কফি বানিয়ে কাপে কফি ঢালার আগে কাপ গরম করে নিতো। কফি যেন দ্রুত ঠাণ্ডা না হয়ে যায়। আমার স্বামী হঠাৎ করেই মারা গেছে। কফির কাপ গরম করা আজো মনে করিয়ে দেয় তার ভালোবাসার স্মৃতি। (জ্যাককুই)
৭. গ্রে’স অ্যানাটমি আমার প্রিয় শো। গ্রে’স অ্যানাটমি শোর রাতে আমার স্বামী কোনো অতিথিকে বাসায় আনে না। (ক্রাইসটাল)
৮. আমার স্বামী এলার্জির ওষুধ খায়। সম্প্রতি আমি এলার্জিতে ভুগছি। কিন্তু আমি প্রায় ওষুধ খেতে ভুলে যাই। প্রতিদিন নাস্তার পরে সে ওষুধ খায়। আর একটি বাড়তি ওষুধ হাতে নিয়ে ওপর তলায় আসে। এটা খুবই সাধারণ বিষয় কিন্তু প্রতিবারই আমার হৃদয়ে আলোড়ন তুলেছে।
৯. আমার প্রেমিক আমাকে প্রতিদিন বিকাল ৪ টায় ক্ষুদে বার্তা পাঠাতো। তার সঙ্গে আমার পরিচয়ের পর প্রতিদিনই মেসেজ পাঠাতো। (টেরি)
১০. প্রতিদিন রাতে কাজ থেকে বাসায় ফিরে আমার চা খাওয়ার অভ্যাস। বাসায় ফিরে চা তৈরির সব জিনিসপত্র সাজানো পেতাম। শুধু কেটলিটি চুলায় দিলেই হলো। (ডেবোরাহ)
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন