একটি চক্র গার্মেন্ট সেক্টর ধ্বংস করতে চায়: নৌ-পরিবহন মন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,‘একটি চক্র সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে গার্মেন্ট সেক্টর ধ্বংস করতে চায়। কারণ জঙ্গিবাদ মাথাচাড়া দিলে এই খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।’ শ্রমিকরা এখন গ্রহণযোগ্য বেতন পাচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস রুখো, শিল্প-শ্রমিক-দেশের স্বার্থে জোট বাঁধো, তৈরি হও’ শীর্ষক শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক ফেডারেশন এ সম্মেলনের আয়োজন করে।
মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে আছেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কাউকে পাননি। তবে প্রধানমন্ত্রীর ডাকে সবাই আজ ঐক্যবদ্ধ।’
সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন