একটি ছবি বানাতে সময় লাগছে ৩০০ দিনের বেশি!
সুপারস্টার অক্ষয়কুমার বড়ই অবাক হন যখন তিনি লক্ষ্য করেন একটা সিনেমা শেষ করতে ৩০০ দিনের বেশি সময় লাগছে!
তাঁর মতে, একটা সিনেমা তৈরি শেষ হয়ে যাওয়া উচিত ৩০ থেকে ৬০ দিনের মধ্যে৷ একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল কীভাবে বছরে তিনি তিন-থেকে চারটা ছবি করেন৷ এর উত্তরে তিনি বললেন, ‘এটা খুব একটা রকেট সায়েন্স নয়৷ কাজ করে যেতে হবে, তাহলেই হবে৷ আমি মনে করি একটা সিনেমা তৈরি হতে ৬০ দিনের বেশি লাগা উচিৎ নয়৷ ‘হাউসফুল ৩’ তো আমি শেষ করেছি ৩৮ দিনে৷ সবাই ঠিক সময় কাজে আসত৷ আমি রোজ ৮ ঘণ্টা কাজ করেছি৷ আমি শুনেছি ‘মিশন ইম্পসিবল’-এর মতো ছবি ৫২ দিনে শেষ হয়েছে৷ আমি তো ভেবেই পাই না আমাদের কেন ৩০০ দিন লাগে৷ কত শ্যুটিং প্রয়োজন?’
গত বছর অক্ষয়কুমারের চারটি ছবি রিলিজ করেছে৷ এবছর ‘এয়ারলিফ্ট’-এর পর রিলিজ করছে ‘হাউসফুল ৩’৷ এর পরে আছে ‘রুস্তম’৷ অক্ষয় বলেছেন, ‘আমি ৩৮ দিন শ্যুটিং করলেও ট্রেলার বানাতে লেগেছে ৪০ দিন৷ কারণ, ওঁরা বুঝেই পাচ্ছিলেন না কীভাবে মাত্র আড়ই মিনিটে গোটা গল্পটা বলবেন৷ ওঁরা অনেকবার আমাকে দেখিয়েছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না৷ যাই হোক, শেষ পর্যন্ত একটা কিছু হয়েছে৷ ট্রেলার দেখে আমি খুশি৷’-পিটিআই৷
সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন