একটি ছবি বানাতে সময় লাগছে ৩০০ দিনের বেশি!
সুপারস্টার অক্ষয়কুমার বড়ই অবাক হন যখন তিনি লক্ষ্য করেন একটা সিনেমা শেষ করতে ৩০০ দিনের বেশি সময় লাগছে!
তাঁর মতে, একটা সিনেমা তৈরি শেষ হয়ে যাওয়া উচিত ৩০ থেকে ৬০ দিনের মধ্যে৷ একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল কীভাবে বছরে তিনি তিন-থেকে চারটা ছবি করেন৷ এর উত্তরে তিনি বললেন, ‘এটা খুব একটা রকেট সায়েন্স নয়৷ কাজ করে যেতে হবে, তাহলেই হবে৷ আমি মনে করি একটা সিনেমা তৈরি হতে ৬০ দিনের বেশি লাগা উচিৎ নয়৷ ‘হাউসফুল ৩’ তো আমি শেষ করেছি ৩৮ দিনে৷ সবাই ঠিক সময় কাজে আসত৷ আমি রোজ ৮ ঘণ্টা কাজ করেছি৷ আমি শুনেছি ‘মিশন ইম্পসিবল’-এর মতো ছবি ৫২ দিনে শেষ হয়েছে৷ আমি তো ভেবেই পাই না আমাদের কেন ৩০০ দিন লাগে৷ কত শ্যুটিং প্রয়োজন?’
গত বছর অক্ষয়কুমারের চারটি ছবি রিলিজ করেছে৷ এবছর ‘এয়ারলিফ্ট’-এর পর রিলিজ করছে ‘হাউসফুল ৩’৷ এর পরে আছে ‘রুস্তম’৷ অক্ষয় বলেছেন, ‘আমি ৩৮ দিন শ্যুটিং করলেও ট্রেলার বানাতে লেগেছে ৪০ দিন৷ কারণ, ওঁরা বুঝেই পাচ্ছিলেন না কীভাবে মাত্র আড়ই মিনিটে গোটা গল্পটা বলবেন৷ ওঁরা অনেকবার আমাকে দেখিয়েছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না৷ যাই হোক, শেষ পর্যন্ত একটা কিছু হয়েছে৷ ট্রেলার দেখে আমি খুশি৷’-পিটিআই৷
সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন