একটি বিজয়ের সংবাদঃ গিনেজ বুকে বাংলাদেশের ‘বিডি সাইক্লিস্টস’
ইচ্ছাটা আয়োজকদের অন্তরে বেশ আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত গেল বিজয় দিবসে বাস্তবায়নের চেষ্টা করা হয়। অতঃপর সেটা সত্যি হয়েছে। একই লাইনে সবচেয়ে বেশি চলন্ত সাইকেলের সারি করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বিডি সাইক্লিস্টস। বিডি সাইক্লিস্টস বাংলাদেশে অনলাইন ভিত্তিক সাইক্লিস্টদের সবচেয়ে বড় সংগঠন।
গত বিজয় দিবসে এক হাজার ১৮শ ছয়টি সাইকেল এক লাইনে চালিয়ে তারা বিশ্বরেকর্ড গড়েন। বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য ও এডমিন ইমরুল খান তার ফেসবুক ওয়ালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট শেয়ার করেন। ছবিতে গ্রুপের আরও কিছু সদস্যকে দেখা যায়।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটেও রেকর্ডটি যোগ করা হয়েছে।
সেখানে বলা হয়, বাংলাদেশের ঢাকা শহরে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর ১,১৮৬ জন সাইক্লিস্ট একই লাইনে সাইকেল চালিয়ে নতুন রেকর্ড গড়েন।
আগে এই রেকর্ডটি ছিল বসনিয়া-হার্জেগোভিনার দখলে। ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ডের অধিকারী হয়। এর আগে পাঁচ বছর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন