কবিতা
একটি সাধারণ গল্প
টাকা হলো পরজীবির মত
মানুষের হাতবদল হতে হতে বেঁচে ওঠে
প্রাণশক্তি জাগে আর উহাদের পাখা গজায়।
গ্রামের টাকাগুলো উড়ে উড়ে শহরে চলে যায়
শহুরে জীবন গতিময় হয়ে উঠে, হাতগুলো শক্তিশালী হয়।
তবে টাকারাও রোগ-শোকের উদ্ধে নয়।
একবার টাকাদের ফ্লু হলো,
টাকা উড়ে না।
একজন আইনজীবি বলেন,আমি উড়ন্ত টাকা ধরা বেশ উপবোগ করি।
একজন সাংবাদিক বলেন,টাকা ওড়া দেখে দেখে
আমি প্রতিদিন সময় কাটাই।
টাকাদরে শুশ্রুষার আসল মজেজা জানেন রাজাগণ:
সমর রাজা,নগর রাজা, বণিক রাজা;
তারা টাকাগুলোকে বালিশে-তোষকে শুইরে রাখেন আর
মহাপ্রভূদের কৃপা কামনা করেন একটি শক্তিশালী ভ্যাকসিন বানিয়ে দেয়ার জন্য।
লেখক: মশিউর রহমান মিঠু
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন