একর পর এক চমক নিয়ে আসছে বাংলাদেশ, এবার দুই হাতে বল করে বিশ্বব্যাপী আলোচনায় বাংলাদেশের শায়লা!

তিনি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। বড় পরিচয় অফস্পিনার। কিন্তু দলের প্রয়োজনে তিনি যে বাঁ হাতেও বল ঘুরাতে পারেন তা হয়ত অনেকেরই জানা ছিল না। গত বুধবার মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে এমনই এক কীর্তি গড়লেন শায়লা শারমিন। এ দিন দল জিততে না পারলেও বিশ্বব্যাপী আলোচনায় এসেছে শায়লার এই কীর্তি।
ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে শারমিন একই ওভারে অফস্পিন ও বাঁহাতি স্পিন বোলিং করেন। ক্রিজে তখন ছিলেন পাকিস্তানের বাঁহাতি-ডানহাতি জুটি বিসমা মাহরুফ ও নইন আবিদি। ডানহাতি ব্যাটসম্যানকে বাঁহাতি স্পিন বোলিং করলেন শারমিন। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য করলেন নিজের সহজাত অফস্পিন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসও এভাবে দু্ই হাতে স্পিন বোলিং করেছিলেন।
ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি শারমিন। ৩ ওভার বল করে দিয়েছেন ১৮ রান। তবে তার একই ওভারে দুই হাতে স্পিন বোলিং করার বিরল দৃশ্য নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় পড়ে গেছে। অনেকেই শারমিনের বোলিংয়ের ভিডিও পোস্ট করেছেন। আন্তর্জাতিক মিডিয়াতেও শায়লার এই কীর্তি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
আগামীকাল শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে রুমানা বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন