একসঙ্গে বড়পর্দায় শাহরুখ-লিওনার্দো!

সম্প্রতি সামাজিক মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পেজে বলিউড বাদশা শাহরুখ খান ও হলিউডের টাইটানিক খ্যাত ও অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও একটি ছবি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের অভিমত তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
কিন্তু যে ছবিটি এতো ভাইরাল হয়ে উঠেছে তা ২০১০ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে তোলা হয়েছিল। শাহরুখ খান ‘মাই নেম ইস খান’ এবং ডিক্যাপ্রিও ‘সাতার আইল্যান্ড’ নামক সিনেমার জন্য সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন। তখন হলিউডের প্রযোজক ডেভিড ওয়েসমান এবং লেখক পাউল শ্রাদার এবং বলিউডের স্ক্রিন লেখক মুশতাক শেখ তাদের নিয়ে একত্রে বসেন। এই সময় তারা দুই দেশের সেরা দুই তারকাকে একত্রে চলচ্চিত্র করার জন্য সুযোগ দেয়ার কথা জানান।
কথা অনেক দূর এগিয়ে যায়। প্রযোজক ও পরিচালকেরা এই বিষয়ে দীর্ঘদিন যাবত আলাপ-আলোচনা করেন। কিন্তু এই দুই তারকার সময় শিডিউল না মিলার কারণে তাদেরকে এখন পর্যন্ত একত্রে বড়পর্দায় দেখা যায়নি।–সুত্র: বলিউড লাইফ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন