একসঙ্গে রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা

স্পিন বিষে লঙ্কানদের ঘায়েল করে ১ ম্যাচ বাকী থাকতেই টেস্ট সিরিজ জিতে নিল বিরাট কোহলির ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৫৪ ও ও রবীন্দ্র জাদেজা অপরাজিত ৭০ রান করেন। আর বল হাতে প্রথম ইনিংসে অশ্বিন ৫ ও দ্বিতীয় ইনিংসে জাদেজা ৫ উইকেট নেন। এই পারফর্মেন্সের কারণে তারা জায়গা করে নিলেন রেকর্ডবুকে।
বিশ্বের তৃতীয় জুটি হিসেবে একই টেস্টে হাফ-সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করে রেকর্ড বইয়ে নাম তুললেন অশ্বিন ও জাদেজা। ১৮৯৫ সালের ১১ জানুয়ারি সর্বপ্রথম এমন কীর্তির জন্য রেকর্ড বইয়ে নাম তুলেছিলেন অস্ট্রেলিয়ার জর্জ গিফিন ও আলবার্ট ট্রটের। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান ও ৫ উইকেট নিয়েছিলেন গিফিন। আর আর দ্বিতীয় ইনিংসে ৭২ রান ও ৮ উইকেট নিয়েছিলেন ট্রট।
এরপর ২০১১ সালের ২৯ জুলাই ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে এমন কীর্তির জন্য রেকর্ড বইয়ে নাম উঠে ইংল্যান্ডের টিম ব্রেসনান ও স্টুয়ার্ট ব্রডের। ঐ টেস্টের প্রথম ইনিংসে ব্রড ৬৪ রান ও ৬ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৯০ রান ও ৫ উইকেট নেন ব্রেসনান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন