একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা
গাইবান্ধা: বিয়ের ১২ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের গৃহবধূ আরজিনা বেগম (৩০)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ছেলে ও দু’টি মেয়ে জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আরজিনার স্বামী শেরেকুল ইসলাম জানান, ১২ বছর আগে তিনি আরজিনাকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। একপর্যায়ে আরজিনা সন্তান সম্ভবা হন। মঙ্গলবার বিকেলে আরজিনার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন আরজিনা।
তিনি আরও জানান, একই সঙ্গে ৫ সন্তানের জন্ম হওয়ায় তিনি ও তাদের পরিবারের সবাই খুশি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডেইজি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রাতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন