একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, নির্বাচকদের নজরে নাসির-আল আমিন

আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট। ম্যাচটিকে বেশ গুরুত্বসহকারে দেখছেন টাইগাররা।
নিউজিল্যান্ড সফরে হারের যন্ত্রণা থেকে বের হয়ে জয়ে ফেরার সুযোগ এই টেস্ট দিয়ে। তাই একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
বিশেষ করে নাসির হোসেন, আল আমিন হোসেনদের মতো তারকাদের ওপর চোখ রয়েছে নির্বাচকদের। সম্প্রতি মাঠে গড়ানো ঘরোয়া লিগের পারফর্মও বিবেচনা করা হবে।
এ প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ভারত সফরের আগে বিসিএলের পারফর্ম পরখ করা হবে। তারা (নাসির-আল আমিন) যদি বুঝতে পারে তবে এ সুযোগ কাজে লাগাবে। তাছাড়া নিজেদের প্রমাণ করার এটা দারুণ সুযোগ।’
জাতীয় লিগে তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে সেই আভাসই দিয়েছেন নাসির। যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পাননি তিনি। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেছেন নাসির। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।
নাসিরের দলে ফেরা নিয়ে জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আগেই বলে দিয়েছেন। জাতীয় দলে ফিরতে হলে অনেক রান করতে হবে নাসিরকে। সঙ্গে নিতে হবে একাধিক উইকেটও।
এদিকে বল হাতে দারুণ ফর্মে আল আমিন হোসেন। জাতীয় লিগে তিন ম্যাচের ছয় ইনিংসে বোলিং করে ঝুলিতে পুরেছেন ১৮টি উইকেট।
প্রসঙ্গত, প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন