একাদশে জায়গা পেতে পারেন সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই উপেক্ষিত তিনি। দলে আছেন অথচ একাদশে নেই নাসির হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষেও দলের নিচের সারির ব্যাটসম্যানসরা যখন সাফল্য পাচ্ছেন না, তখন প্রশ্ন উঠেছে এই অভিজ্ঞ অলরাউন্ডার কেন দলে নেই।
ফিনিশার হিসেবে নাসিরের বেশ খ্যাতি আছে। শেষ দিকে ব্যাট করতে নেমে বেশ কয়েকটি ম্যাচে দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেই তিনিই দিনের পর দিন একাদশের বাইরে থেকে মাঠে শুধু পানি টেনেই যাচ্ছেন।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও নাসিরের একাদশের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তবে দলে একটি পরিবর্তন আসতে পারে। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় আবার ফেরানো হতে সৌম্য সরকারকে। সৈকত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খুব একটা সাফল্য পাননি বলে তাঁকে দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ দেওয়া হতে পারে।
আরো পড়ুনঃ– ব্যাটিয়ের সময় হ্যামস্ট্রিং পেশিতে টান, আজ কি মাঠে নামবেন ইমরুল?
অবশ্য ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সৌম্যও বেশ কিছুদিন ধরে ব্যর্থ হচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের একটিতেও সাফল্য পাননি তিনি। অবশ্য দলের কোচের বেশ আস্থায় আছেন তিনি। তাই এক ম্যাচ পর আবার দলে ফেরানো হতে পারে তাঁকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোশাররফ হোসেন রুবেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন