একাদশে মেসি-রোনালদো
একসঙ্গে খেলছেন লিওনেল মেসি ও নেইমার। দুই তারকা ফুটবলার একসঙ্গে বার্সেলোনার পক্ষে মাঠ দাপিয়ে প্রতিপক্ষকে ভেঙেচুরে দিচ্ছেন। মেসি-নেইমার জুটির দুর্দান্ত ফুটবলশৈলীতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। এবার হয়তো দেখা যাবে মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোকে একসঙ্গে খেলতে এবং প্রতিপক্ষের আক্রমণ ভাগকে গুঁড়িয়ে দিতে।
তবে এটা বাস্তবে নয়। কাগজে-কলমে। ফ্রান্স ফুটবল সাময়িকী ২০১৫ সালের বর্ষসেরা যে একাদশ ঘোষণা করেছে, তাতে জায়গা হয়েছে দুই বিশ্বসেরা ফুটবলারের। ফ্রান্স ফুটবল সাময়িকী যে একাদশ সাজিয়েছে, তার তিন স্ট্রাইকার মেসি, রোনালদো ও নেইমার। মজার বিষয় এই তিন ফুটবলারই ফিফার ২০১৫ সালের বর্ষসেরা ব্যালন ডি-অরের শেষ সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। ফ্রান্স নতুন করে শুরু করেছে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া।
ফরাসি সাময়িকী যে একাদশ ঘোষণা করেছে, তার সাতজনই খেলেন লা লিগায়। বার্সেলোনার চার ফুটবলার মেসি, নেইমার, দানি আলভেস ও আন্দ্রে ইনিয়েস্কা সুযোগ পেয়েছেন একাদশে। রিয়াল মাদ্রিদের একমাত্র ফুটবলার রোনালদো। অ্যাথলেটিকো মাদ্রিদের উরুগুইয়ান ফুটবলার দিয়াগো গডিনও সুযোগ পেয়েছেন। লা-লিগার আরেকজন হচ্ছেন সেভিয়ার গারজাগোস ক্রাইকোভিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ফুটবলার ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। ইতালি সিরি ‘এ’-এর ফুটবলার হচ্ছেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন, জর্জিও চিয়েলিন্নি এবং বায়ার্ন মিউনিখের একমাত্র ফুটবলার ডেভিড আলাবা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন