একাদশে সাকিব নেই কেন?

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচ দিয়ে রবিবার আইপিএল শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচেই একাদশের বাইরে রাখা হলো টি-২০ ফরমেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে!
বাবার মৃত্যুর কারণে দেশে ফিরে গেছেন সুনীল নারইন। তার অনুপস্থিতিতে স্পিন বিভাগের প্রধান অস্ত্রই মনে করা হয়েছিল সাকিবকে। কিন্তু নাইট অধিনায়ক গৌতম গাম্ভীর কেন যেন সাকিবের প্রয়োজনীয়তা এতটুকুও বোধ করলেন না!
২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন সাকিব আল হাসান। কলকাতা যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সেই দুইবারই দলে ছিলেন সাকিব।
এ ম্যাচে বিদেশি কোটায় কলিন মুনরো, জন হ্যাস্টিংস, ব্র্যাড হজ ও আন্দ্রে রাসেলকে একাদশে রাখা হয়েছে।
কলিন মুনরো এবং আন্দ্রে রাসেলের একাদশে জাযগা পাওয়া নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সাকিবকে বাইরে রেখে বুড়ো ব্রাড হজ ও জন হাস্টিংসকে একাদশে নেওয়ায় অনেকেই বিস্মিত।
টি-২০তে হাস্টিংসের ব্যাটিং গড় মাত্র ১১.৫০। আর বোলিং অ্যাভারেজ ৪০.৮০। ওভার প্রতি রান দিয়েছেন ৮.২৯ করে।
ব্রাড হজের বর্তমান বয়স ৪৫। টি-২০তে তার ব্যাটিং গড় ১৩.৭৫। আর বোলিং অ্যাভেরেজ ৫৩.২৮।
পরিসংখ্যান, বয়স এবং মাঠের পারফরম্যান্স- যে কোন বিভাগেই এ দুজনের চেয়ে ঢের এগিয়ে সাকিব আল হাসান। তার ব্যাটিং গড় প্রায় ২৪। আর বোলিং গড় ২০.৩৩। ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রেও এ দুজনের চেয়ে অনেক বেশি কৃপন সাকিব। অথচ তাকেই কিনা একাদশের বাইরে রাখা হলো!
কলকাতা নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, কলিন মুনরো, সূর্য্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, জন হ্যাস্টিংস, ব্র্যাড হজ, উমেশ যাদব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন