একাদশ থেকে বাদ পড়লেন মোস্তাফিজ, আজও দর্শক অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক- সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজু রহমান। অন্যদিকে আজকের ম্যাচেও কলকাতার একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
শনিবার কলকাতায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে নাইট শিবির।
প্রথম ম্যাচে হায়দরাবাদের হয়ে আলো ছড়াতে ব্যর্থ মোস্তাফিজুর রহমানকে একাদশ থেকে বাদ দেয়া হয়েছে। তার বদলে দলে ফিরেছেন অলরাউন্ডার মইজেস হেনরিকস। তাছাড়া একাদশে থাকছেন বিপুল শর্মা।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।
অন্যদিকে এবারের আসরে এখনও কলকাতার একাদশে দেখা যায়নি সাকিবকে। দর্শক হয়েই থাকতে হয়েছে এই অলরাউন্ডারকে।
হায়দরাবাদ একাদশঃ ডেভিড ওয়ারনার, হেনরিক, শিখর দেওয়ান, যুবরাজ সিংহ, দিপক হুদা, নোমান ওযা, বিপুল শর্মা, ভুবেনশর কুমার, আসিশ নেহেরা, রাশিদ খান, বেন কাটিং।
কলকাতা একাদশঃ গৌতম গম্ভির, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, কলিন ডি, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, ক্রিস ওকস, উমেশ যাদব, সুনিল নারিন, ট্রেন্ট বোল্ট, উমেশ যাদব।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন