একি অবস্থা ! ‘নিম্নমানের’ শাড়ি পেয়ে নারীদের প্রকাশ্যে চুলোচুলি (ভিডিও)
ভারতের তেলেঙ্গানায় ‘বটুকাম্মা’ উৎসব উপলক্ষে নারীদের মধ্যে বিভিন্ন ধরনের শাড়ি বিতরণ করে রাজ্য সরকার। এই শাড়ি বিতরণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে চুলোচুলি ও মারামারিতে জড়িয়ে পড়েন নারীরা।
গতকাল সোমবার শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের মধ্যে এ ঘটনা ঘটে। অনেকেই শাড়িগুলো নিম্নমানের বলে অভিযোগ তোলেন।
খবরে বলা হয়, দুসেরার দিনে উদযাপিত হওয়া বটুকাম্মা উৎসব উপলক্ষে দরিদ্র নারীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। ৫০০ ধরনের নকশার শাড়ি বাছাই করেছিলেন রাজ্যের আমলারা। এ কর্মসূচিতে ব্যয় হয় প্রায় ২২২ কোটি রুপি।
উৎসবের উপহার হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে বিতরণ করা হয় শাড়িগুলো। স্বল্পতম সময়ে সংগ্রহ করা হয় ওই শাড়িগুলো। তার অর্ধেক গুজরাটে ও বাকিগুলো রাজ্যের তাঁতশালাগুলোতে বিতরণের জন্য নেওয়া হয়।
গতকাল সকাল থেকে শাড়িগুলো বিতরণ শুরু করেন ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতারা। এর পরই বিভিন্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। হায়দরাবাদের সাইদাবাদে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকা নারীরা একে অপরের চুল ধরে টানাটানি ও মারামারি করেন।
নারীদের ওই চুলোচুলির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, একজন নারীর চুল টানছেন কয়েকজন নারী। তাঁদের কাউকে আবার অন্যরা গিয়ে মারধর করছেন। পুলিশের পোশাক পরা একজন নারী তাঁদের ছাড়াতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যান।
টুইটারে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি গাছের নিচে কয়েকজন নারী মারামারি করছেন এবং চুল ধরে টানছেন। পরে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি এসে তাঁদের ছাড়িয়ে দিচ্ছেন। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। নারীরা মারামারি করেই যাচ্ছেন।
একাধিক নারীর বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিতরণ করা শাড়িগুলো খুবই নিম্নমানের। এর জন্য মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে উপহাস করেন নারীরা। কেউ কেউ শাড়িও পুড়িয়ে দিয়েছেন। ভিডিও দেখুনঃ
Saree state of affairs: In response to tweeples asking for a longer version of the ugly quarrel that broke out, posting this. pic.twitter.com/fW92IWvVxT
— T S Sudhir (@Iamtssudhir) September 18, 2017
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন