এক অভাব পূরণের নাম সাইফউদ্দিন

দক্ষিণ আফ্রিকার একজন ক্যালিস ছিলেন। ভারতের একজন ইরফান পাঠান ছিলেন। ইংল্যান্ডের ছিলেন ফ্লিনটফ। যাদের নাম বলা হলো তারা সবাই পেসার অলরাউন্ডার। বাংলাদেশ দলে এখন পর্যন্ত এই ধরনের খেলোয়াড় দেখা যায়নি। শনিবার জাতীয় টি-টুয়েন্টি দলে অমন একজনকে নেয়া হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন।
নির্বাচকরা তার মাঝে ভবিষ্যতের পেসার অলরাউন্ডিং ক্ষমতা দেখেন। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। তাছাড়া রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুটি টুর্নামেন্টই হবে পেস কন্ডিশনে। সেই বিবেচনায় সাইফউদ্দিনকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছে।
নির্বাচকদের আশা ২০ বছরের এই তরুণ বাংলাদেশের দীর্ঘদিনের অভাব পূরণ করবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা দুইটায় শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিবেন সাইফউদ্দিন।
তরুণ এই ক্রিকেটার সম্প্রতি ইমার্জিং কাপে অংশ নেন। এই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। ব্যাট করেছেন দুই ম্যাচে। তাতে ৬৮ রান তার।
ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ক্রিকেটার সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান।
বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার এই অলরাউন্ডারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩৪’র উপর গড়ে ৮৩৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৭। লিস্ট ‘এ’ ম্যাচেও ফিফটি আছে। এই দুই ধরনের ক্রিকেটে উইকেট ৫৯টি।
সর্বশেষ দুটি প্রথম শ্রেণির ম্যাচে ইস্ট জোনের হয়ে ১১ উইকেট নেন। একটি অপরাজিত ফিফটির সঙ্গে মোট সংগ্রহ ৯০ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টি-টুয়েন্টি ৪ এপ্রিল। দ্বিতীয়টি ৬ তারিখ। যে কোনো এক ম্যাচে সাইফউদ্দিনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন