এক ছবিতেই শেষ যাদের অভিনয় জীবন!
বলিউডে এমন বহু অভিনেতা অভিনেত্রী এসেছেন যাঁদের প্রথম ছবি সুপার হিট হয়েছে। কিন্তু তাসত্ত্বেও সেইভাবে আর সাফল্য পান নি তারা। চোখ রাখবো সেইরকম কিছু তারকাদের দিকে।
স্নেহা উল্লাল : ২০০৫ সালে এই অভিনেত্রী ‘লাকি : নো টাইম ফর লাভ‘ ছবি দিয়ে বলিউডে ডেব্যু করেন। ওঁর বিপরীতে ছিলেন সালমান খান। এই ছবি মুক্তি পাওয়ার পর ওঁর অভিনয়ের থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ওঁর আশ্চর্য মিল আছে সেই নিয়ে দর্শক বেশি আলোচনা করেছিল। যাই হোক সালমানের দয়ায় ভালই সফল হয় এই ছবি। এরপর উনি সালমানের ভাই সোহেল খানের সঙ্গে ‘আরিয়ান‘ ছবিতে অভিনয় করেন। কিন্তু সেই ছবি বক্স অফিসে একেবারেই ভালো ফল করেনি। এরপর উনি আর সেইভাবে সুযোগ পান নি নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করার।
জিয়া খান : ২০০৭ সালে রাম গোপাল ভর্মার ছবি ‘নিঃশব্দ‘ দিয়ে বলিউডে পা রাখেন উনি। এই ছবির জন্য ফিল্ম ফেয়ারে বেস্ট ডেব্যু এর মনোনয়নও পান। এই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন জিয়া ভবিষ্যতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হবেন। কিন্তু তা হয়নি।
গ্রেসি সিং : ‘লগান‘ ছবিতে গৌরীর চরিত্র করে বেশ পরিচিতি পান উনি। ওঁর অভিনয় জীবন শুরু ছোট পর্দার ধারাবাহিক ‘আমানত‘ দিয়ে। এরপর ‘হাম আপকে দিল মে রহতে হ্যায়‘ এবং ‘হু তু তু‘ ছবিতে ছোট চরিত্রে দেখা যায় ওঁকে। এরপর আসে আমির খানের বিপরীতে ‘লগান‘ এ অভিনয় করার সুযোগ। এছাড়াও ওঁকে সঞ্জয় দত্তের বিপরীতে ‘মুন্না ভাই এম বি বি এস‘ ছবিতে দেখা গেছে। কিন্তু তার পরেও হারিয়ে যান উনি।
ভাগ্যশ্রী : ‘ম্যায়নে পেয়ার কিয়া‘ ছবিতে সুমনের চরিত্র বহুদিন দর্শকের মনে থাকবে। এই ব্লকবাস্টার ছবিতে ওঁর বিপরীতে ছিলেন সালমান খান। প্রথম ছবির বিপুল সাফল্যের পর ভাগ্যশ্রীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর উনি জানিয়ে দেন উনি একমাত্র ওঁর হাবি হিমালয় দাশানি ছাড়া আর কারুর নায়িকা হবেন না। এরপর কয়েকটা ছবিতে স্বামী-স্ত্রী কাজ পেলেও তা সুপারফ্লপ হয়।
রাহুল রায় : ১৯৯০ সালে মহেশ ভট্ট প্রযোজিত ‘আশিকী‘ ওঁর অভিনীত প্রথম ছবি। প্রথম ছবি সুপার হিট হলেও এর পরে আর সেরকম সাফল্য পান নি উনি।
নীল নীতিন মুকেশ : শ্রীরাম রাঘবনের থ্রিলার ‘জনি গদ্দার‘ ছবি দিয়ে ডেব্যু করেন উনি। এই ছবির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারও পান। ওঁর অভিনয়ের বেশ প্রশংসা হয়। এবং মনে করা হয়েছিল বলিউডে বেশ সফল হবেন উনি। কিন্তু তা হয়নি। ‘প্রেম রতন ধন পায়ো‘ ছবিতে আবার দেখা যাবে নীলকে।
শমিতা শেট্টি : শিল্পা শেট্টির ছোট বোন ২০০০ সালে যশরাজ এর ‘মহব্বতে‘ ছবি দিয়ে ডেব্যু করেন। ঈশিকার চরিত্রে উনি বেশ নজরও কাড়েন। বেস্ট ডেব্যু এর পুরস্কারও পান। কিন্তু এরপর কয়েকটা ছবিতে আইটেম নম্বার ছাড়া সেই ভাবে আর সুযোগ পেলেন না উনি।
গায়ত্রী জোশী : ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকারের ‘স্বদেশ‘ ছবি দিয়ে বলিউডে পা রাখেন উনি। শাহরুখ খানের বিপরীতে এই চরিত্রের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন গায়ত্রী। কিন্তু এই ছবির পরে আর কোন ছবিতে দেখা যায় নি ওঁকে।
ভূমিকা চাওলা : দক্ষিণে বেশ কিছু সফল ছবিতে অভিনয় করার পর বলিউডে উনি ২০০৩ সালে পা রাখেন সালমানের বিপরীতে ‘তেরে নাম‘ ছবি দিয়ে। ওই বছরের অন্যতম সফল ছবির মধ্যে একটা ‘তেরে নাম। এই ছবির জন্য অনেক পুরস্কারও পান উনি। কিন্তু এই ছবির পর বলিউডে আর দেখা যায় নি ওঁকে।
অনু আগরওয়াল : প্রথম ছবি ‘আশিকী‘। এই ছবি খুব সফল হয়। কিন্তু তাসত্ত্বেও উনি এরপর তেমনভাবে আর সাফল্য পাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন