মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এক ট্যাক্সিচালকের সততার সত্য গল্প

লাখ রুপি পেয়েও ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক ট্যাক্সিচালক। ঘটনাটি পশ্চিমবঙ্গের হাওড়ার। রোববার সকালে ট্যাক্সি ভাড়া করে রওনা হয়েছিলেন রাধাকৃষ্ণ ভট্টাচার্য। ব্যাগে ছিল ফ্ল্যাট কেনার অগ্রিম জমা দেওয়ার এক লাখ রুপি। মাত্র ৫০ রুপির জন্য ট্যাক্সিচালকের সঙ্গে বচসা বেধেছিল রাধাকৃষ্ণের। সঙ্গে ৫০ কেজি চালের বস্তা থাকায় ৫০ রুপি বেশি দাবি করেন ট্যাক্সিচালক। রেগেমেগে সেই ট্যাক্সি থেকে নেমেও যান টাকাভর্তি ব্যাগ ট্যাক্সিতে ফেলেই।

রাধাকৃষ্ণ চলে যাওয়ার পরে আর একজন যাত্রী ট্যাক্সিতে ওঠেন। তার ব্যাগ রাখতে গিয়েই চোখ কপালে ওঠে জয়ন্তর। সেখানে রাখা ব্যাগে থরে থরে সাজানো ১ হাজার ও ৫০০ রুপির নোট। রুপি গোনেননি ওই ট্যাক্সিচালক। সোজা গিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সদের সব জানান তিনি। তারপর ব্যাগ নিয়ে যান থানায়।

ব্যাগে ফোন নম্বর পেয়ে যোগাযোগ করা হয় রাধাকৃষ্ণের সঙ্গে। ট্যাক্সিচালকের দৌলতেই এক লাখ রুপিসমেত ব্যাগ ফিরে পান তিনি। রুপি হাতে পেয়ে জয়ন্তর দুটি হাত জড়িয়ে ধরেন রাধাকৃষ্ণের পুত্র স্নেহাশিস। জিভ কেটে বলেন, ‘আপনি সজ্জন ব্যক্তি। মাত্র ৫০ রুপির জন্য আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি, ভাবতেই খুব খারাপ লাগছে এখন।’

থানা থেকে জয়ন্তর ট্যাক্সিতেই বাড়ি ফেরেন তারা। জোর করে ট্যাক্সিভাড়ার সঙ্গে সততার পুরস্কার হিসেবে আরো হাজার রুপি গছিয়ে দেন।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা, জি নিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

আহা চিকুনগুনিয়া !

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন

‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’

চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন

ধর্ষিতা মেয়েটির গল্প

পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন

  • যা হবে কবিতা লিখে…!
  • কাটাপ্পা বাহুবলির পর এইবার হিরো আলম ড্রেস?
  • দর্শক যেভাবে বুঝলেন যে মাশরাফির স্ত্রী ক্রিকেট খেলেন না!
  • ‘‘আজকাল আইসিসির সহযোগিতা ছাড়া মাশরাফি-তামিমদের বিপক্ষে জেতা যায় নাকি’’
  • গরু খোঁজা (একটি গল্প)
  • যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
  • ভাড়া ১০০ টাকা, ভ্যাট-ট্যাক্স মিলে ২৪০!
  • দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
  • শততম টেস্টে আম্পায়ার কেন ওই রকম করলেন?
  • রিক্সা চালাই বিয়ে করেছিলাম, আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম —
  • নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন
  • আজকের এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ