এক দুই বছর নয়, আরো ৮৩ বছর ‘সূর্যবংশম’ দেখাবে সনি টিভি!

অমিতাভ বচ্চন অভিনীত ‘সূর্যবংশম’ ভারতীয় টিভি দর্শকদের বারবার দেখা সিনেমাগুলোর অন্যতম। এমন নয় যে, সিনেমাটি বিশেষ কোনো মর্যাদা সম্পন্ন বা বাণিজ্যিকভাবে সফল! তারপরও সেট ম্যাক্স চ্যানেলে প্রায়ই ‘সূর্যবংশম’ প্রদর্শিত হয়। এ নিয়ে দর্শকদের বিরক্তির শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে প্রকাশ হয়েছে হাস্য রসাত্মক ছবি।
সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন সনি ম্যাক্সের মার্কেটিং হেড বৈশালী শর্মা। তিনি বলেন, ‘সনি ম্যাক্স ১০০ বছরের জন্য সিনেমাটির স্বত্ত্ব কিনে নিয়েছে। তাই সিনেমাটি বারবার দেখানো হয়।’
এই যদি হয় ঘটনা, তবে আরো ৮৩ বছর ‘সূর্যবংশম’-এর রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন দর্শক।
১৯৯৯ সালে মুক্তি পায় মিউজিক্যাল মেলোড্রামা ‘সূর্যবংশম’, যা ১৯৯৭ সালে মুক্তি পাওয়া একই নামের তামিল ছবির রিমেক। এতে অমিতাভকে দেখা যায় দ্বৈত ভূমিকায়। আরো অভিনয় করেন রচনা ব্যানার্জি, সুন্দরিয়া, অনুপম খের ও কাদের খান। পরিচালনা করেন ইভিভি সত্যনারায়ণ।
‘সূর্যবংশম’ বক্স অফিসে মাঝারিগোছের সফলতা পায়। তবে ১৯৯৭ সালে অর্থনৈতিক দুর্দশায় পড়া অমিতাভের সিনে জগতের টার্নিং পয়েন্ট ধরা হয় সিনেমাটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন