এক পুরুষ, দুই নারী! শম্ভুর সঙ্গে দিব্যি ছুটি কাটাচ্ছে শীলাবতী-কাবেরী

গত বছর বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে হাতির উৎপাত ঠেকাতে উত্তরবঙ্গের হাতি পুনর্বাসন কেন্দ্র থেকে শম্ভু, শিলাবতি, কাবেরী চম্পাকলি ও লক্ষ্মী নামের পাঁচটি কুনকি হাতিকে বাঁকুড়ায় আনা হয়।
পুরুষ বলতে সবেধন নীলমণি শম্ভু। তার নারী আসক্তি বিশেষ না থাকলেও আপাতত তার সঙ্গী দুই নারী শীলাবতী ও কাবেরী। দুই সঙ্গিনীকে নিয়ে দিব্যি বাসুদেবপুরের জঙ্গলে গরমের ছুটি কাটাচ্ছে সে।
সারাদিন কাজ নেই। তাই স্নান, খাওয়া, ঘুম আর জঙ্গলের ফুরফুরে হাওয়ায় বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে শম্ভু। শম্ভু, শীলাবতী ও কাবেরী আসলে তিনটি কুনকি হাতি। বাসুদেবপুরে জঙ্গলের পিলখানায় আপাতত এদের রাখা হয়েছে ।
গত বছর বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে হাতির উৎপাত ঠেকাতে উত্তরবঙ্গের হাতি পুনর্বাসন কেন্দ্র থেকে শম্ভু, শিলাবতি, কাবেরী চম্পাকলি ও লক্ষ্মী নামের পাঁচটি কুনকি হাতিকে বাঁকুড়ায় আনা হয়। বাঁকুড়ায় আসার পর থেকেই শম্ভুর সঙ্গে মনোমালিন্য হয় চম্পাকলি ও লক্ষ্মীর। প্রায়শই শম্ভুর সঙ্গে তাদের ঝগড়া থামাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বন দফতরের কর্মীদের। অগত্যা মাস কয়েক রাখার পরেই চম্পাকলি ও লক্ষ্মীকে ফের উত্তরবঙ্গে পাঠিয়ে দিতে বাধ্য হয় বন দফতর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন