এক ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ কমিশনার

দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’চলচ্চিত্রে পুলিশ কমিশনার চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এই খবর তো অনেকেই জানেন। নতুন খবর হল সৈয়দ হাসান ইমাম এই ছবিটিতে অভিনয় করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্রে। চলচ্চিত্রের গুণী অভিনেতা আলমগীরকে এই ছবিতে দেখা যাবে পুলিশ প্রধানের চরিত্রে।
এখন ছবিটির দৃশ্যধারণ চলছে। গত সোম ও মঙ্গলবার রাজধানীর এফডিসিতে সিনেমাটির ‘টিকাটুলি মোড়’ শিরোনামের একটি গানের দৃশ্যধারণ হয়েছে। এখন রাজারবাগ পুলিশ লাইনে চলছে শুটিং। সেখানে অংশ নিচ্ছেন আলমগীরসহ অন্য শিল্পীরা।
এরই মধ্যে ছবিটির দেড় মিনিটের টিজার প্রকাশ হয়েছে। প্রথম ঝলকেই আলোচনা ছড়িয়েছে ‘ঢাকা অ্যাটাক’। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা আহমেদসহ অনেকে। পুলিশের এডিসির চরিত্রে অভিনয় করছেন শুভ। সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি।
ছবিটির কাহিনী লিখেছেন ও সার্বিক তত্ত্বাবধান করছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন দীপংকর দীপন ও অভিমন্যু মুখার্জি। সহযোগী চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতারা হলেন হাসানাত বিন মতিন, আসাদ জামান ও শাহজাহান সৌরভ।
সংগীত পরিচালনা করেছেন ডিজে রাহাত, অদিত ও অরিন্দম চ্যাটার্জি। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনায় স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।
২০১৫ সালে ২৯ ডিসেম্বর মহরত ও চলতি বছরের ৮ জানুয়ারি শুটিং শুরু হয় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার। একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউড সুপারস্টার অরিজিৎ সিং। এছাড়া ‘টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে’ গানটি নতুন সঙ্গীত আয়োজনে আইটেম গান হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও ৫ কিলোগ্রাম ওজনের হেলমেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন