এক ভাইয়ের দাফন, আরেক ভাইকে ঢাকায় প্রেরণ
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক ভাইয়ের দাফন সম্পন্ন এবং আরেক ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুই সহোদরের বাবা সালামত উল্ল্যাহ রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রামপুর গ্রামে ঘটে।
বাই-সাইকেলে করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দুই ভাই। তারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত দুই সহোদর। কিন্তু ঘাতক ট্রাক্টরের চাপায় থেমে গেছে তাদের জীবন চাকা। এর মধ্যে এক ভাই মারা যায়, আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
নিহত ছাত্রের নাম আবদুর রশিদ রিয়াদ (১২)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে তার ছোট ভাই আবদুর রহমান হৃদয় (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের পুটিয়া গাজী বাড়ির সালামত উল্যার দুই পুত্র রিয়াদ ও হৃদয়। তারা স্থানীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। স্কুলের পরীক্ষায় অংশ নিতে দুপুর ১টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হয় দুই ভাই। পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর এসে তাদের চাপা দেয়।
তাদের উদ্ধার করে নিকটবর্তী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে তাকে ঢাকা রেফার করা হয়। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ওই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে এবং সড়ক অবরোধ করে। তারা ঘাতককে আটক ও তার বিচার দাবি করে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালিবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা
চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন
১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন