এক মঞ্চে হাবিব ও সুনিধি চৌহান
এ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং ভারতের সুনিধি চৌহান উঠবেন এক মঞ্চে, শোনাবেন গান। শীতের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের অনুষ্ঠান। এ আয়োজনের নামকরণ করা হয়েছে ‘উইন্টার ব্লাস্ট ২০১৫’।
হাবিব-সুনিধির সঙ্গে থাকবেন ইন্ডিয়ান আইডল-৫ এর বিজয়ী রাকেশ মাইনি।
আগামী ৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলের মঞ্চে উঠবেন তারা। যৌথভাবে এর আয়োজন করছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড।
আয়োজনটি নিয়ে ইনসেপশনের প্রধান নির্বাহী খান মুহাম্মদ বদরুদ্দীন বলেন, ‘আমরা এরই মধ্যে সুনিধি চৌহানের সম্মতি পেয়েছি। সবকিছু ঠিক থাকলে ৪ অথবা ৫ নভেম্বর সুনিধি ঢাকায় পৌঁছাবেন। সঙ্গে থাকবে ২২ জনের দল। এর মধ্যে থাকবে তার নিজস্ব মিউজিশিয়ান, ব্যক্তিগত হেয়ার ও ফ্যাশন ডিজাইনারসহ অনেকেই।’
হাবিব ওয়াহিদ সম্পর্কে বদরুদ্দীন বলেন, ‘তিনি এরই মধ্যে আমাদের নিশ্চিত করেছেন অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে।’
হাবিব তিন মাস ধরে দেশের বাইরে। সেখান থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইভেন্টের পোস্টার শেয়ার করে শ্রোতাদের কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছিলেন। তবে এবার প্রথম হাবিব ওয়াহিদের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন। হিন্দি ছবির জনপ্রিয় এই গায়িকা তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবিসহ অনেক ভাষায় গান করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন