এক মেয়ে অন্য মেয়েকে যা বলা ঠিক নয়
সব কথা চাইলেই সবাইকে বলা যায় না, বিশেষ করে মেয়েদের। এটা ঠিক যে, মেয়েরা মেয়েদের সঙ্গে সব ধরনের কথাই বলতে পারে। কিন্তু তার পরও কিছু কথা থেকে যায়, যা একে অন্যকে না বলাই ভালো। এমনকি সে যদি খুব কাছের বন্ধুও হয়, তবু এ ধরনের কথা বলবেন না। কারণ, কিছু কথা বললে অন্যে মনে কষ্ট পেতে পারে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে।
কোন কথাগুলো একজন মেয়ের অন্য মেয়েকে বলা ঠিক নয়, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে জীবনধারাবিষয়ক আইডিভা ওয়েবসাইটে। চলুন দেখে নিই, কী সেসব কথা।
১. আমার মনে হয়, তোমার এখন বিয়ে করা উচিত। তোমাকে দেখে বয়স্ক মনে হচ্ছে।
২. তুমি এত সুন্দর! আমি বুঝি না, এখনো তোমার বিয়ে হয়নি কেন?
৩. তুমি মাসে কত টাকা আয় করো? এই টাকায় কি তোমার হয়, নাকি বাসা থেকে টাকা আনতে হয়?
৪. এত কাজ করো না। এত কাজ করলে পরিবারকে সামলাবে কী করে?
৫. কিছু মনে করো না, মাঝেমধ্যে তোমার আচরণ খুবই বিরক্তিকর।
৬. আমার মনে হয়, তোমার বিউটি সেলুনে যাওয়া উচিত। দিন দিন তুমি আন্টি হয়ে যাচ্ছো।
৭. তোমার পছন্দ এত খারাপ কেন? যেসব পোশাক তুমি পরো, সেগুলো আমার একেবারেই ভালো লাগে না।
৮. আমার মনে হয়, সে তোমাকে ততটা ভালোবাসে না, যতটা তুমি তাকে ভালোবাসো।
৯. তুমি এগুলো সব খাবে? এ জন্যই তুমি মোটা হয়ে যাচ্ছো!
১০. তোমার আবেগ এত বেশি কেন? এ জন্য তুমি একদিন আফসোস করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন