এক ম্যাচ নিষিদ্ধ জেসন হোল্ডার

চলতি বছরের জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ‘স্লো ওভার রেটের’ জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল জেসন হোল্ডারকে। বছর শেষ না হতে আবারও একই অপরাধের কারণে এবার শাস্তি পেতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলপতিকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ‘স্লো ওভার রেট’ এর কারণে হোল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। ১২ মাসের মধ্যে একই অপরাধ করায় ম্যাচ রেফারি ডেভিড বুন তাকে এই শাস্তি দেন।
কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ক্যরিবীয় অধিনায়ক এবং তার দলকে জরিমানা করা হয়। আইসিসির দেওয়া এক ম্যাচের শাস্তির কারণে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন না হোল্ডার।
এক ম্যাচ নিষেধাজ্ঞা ছাড়াও হোল্ডারকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে। প্রথম ওয়ানডেতে হোল্ডার ঝড়ো ব্যাটিংয়ে ১৩ বলে ৩৬ রান করেন। তবে শেষপর্যন্ত শ্রীলঙ্কার কাছে এক উইকেটে নাটকীয়ভাবে হেরে যায় তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন