এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে : শুভশ্রী
নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন—যেকোনো কিছুর শুটিং করতে গেলে এনজি (অগ্রহণযোগ্য) শট হবে, এটাই স্বাভাবিক। তবে কলকাতার শুভশ্রী গাঙ্গুলীর নাকি এনজি শট একেবারে হয় না বললেই চলে। কারণ, শট দেওয়ার সময় তিনি বেশ সতর্ক থাকেন। এমনটাই জানালেন শুভশ্রী।
শুভশ্রী বলেন, ‘আমার এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে। সব সময় আমি প্রথম শটে দৃশ্য ওকে করার চেষ্টা করি। তাই এনজি শট হয় না। আমার সৌভাগ্য হলো, প্রথম ছবি থেকে শুরু করে এখন অবধি আমার সব ছবির শুটিংয়ে এনজি শটের রেকর্ড নেই বললেই চলে। শুটিং শুরু করার আগে খুব মনোযোগ দিয়ে আমি চিত্রনাট্য পড়ে নিই। শুটিংয়ের সময় শুধু চরিত্রের মধ্যেই ডুবে থাকি। অন্য কিছুতে মন আমার থাকে না।’
এবার দুর্গাপূজায় শুভশ্রী গাঙ্গুলীর নতুন দুটি ছবি মুক্তি পেয়েছিল। একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’, অন্য ছবিটি হলো ‘অভিমান’। ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে ওম এবং ‘অভিমান’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দুটি ছবি থেকেই দারুণ সাড়া পেয়েছেন বলে জানান শুভশ্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন