এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে : শুভশ্রী


নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন—যেকোনো কিছুর শুটিং করতে গেলে এনজি (অগ্রহণযোগ্য) শট হবে, এটাই স্বাভাবিক। তবে কলকাতার শুভশ্রী গাঙ্গুলীর নাকি এনজি শট একেবারে হয় না বললেই চলে। কারণ, শট দেওয়ার সময় তিনি বেশ সতর্ক থাকেন। এমনটাই জানালেন শুভশ্রী।
শুভশ্রী বলেন, ‘আমার এক শট দুবার দিলে আত্মবিশ্বাস কমে। সব সময় আমি প্রথম শটে দৃশ্য ওকে করার চেষ্টা করি। তাই এনজি শট হয় না। আমার সৌভাগ্য হলো, প্রথম ছবি থেকে শুরু করে এখন অবধি আমার সব ছবির শুটিংয়ে এনজি শটের রেকর্ড নেই বললেই চলে। শুটিং শুরু করার আগে খুব মনোযোগ দিয়ে আমি চিত্রনাট্য পড়ে নিই। শুটিংয়ের সময় শুধু চরিত্রের মধ্যেই ডুবে থাকি। অন্য কিছুতে মন আমার থাকে না।’
এবার দুর্গাপূজায় শুভশ্রী গাঙ্গুলীর নতুন দুটি ছবি মুক্তি পেয়েছিল। একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’, অন্য ছবিটি হলো ‘অভিমান’। ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে ওম এবং ‘অভিমান’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দুটি ছবি থেকেই দারুণ সাড়া পেয়েছেন বলে জানান শুভশ্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













