এক হচ্ছেন শাকিব-অপু

সাংসারিক জীবনে তারা একসঙ্গে নাকি আলাদা থাকছেন এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, জলও কম ঘোলা হয়নি। তাদের পারিবারিক বিষয় আপাতত তোলাই থাক। নতুন খবর হচ্ছে সিনেমার মাধ্যমে খুব শিগগিরই আবারও এক হচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় ও বহুল আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দেড় বছরের বিরতি ভেঙে ‘পাংকু জামাই’ ছবিতে আবারও তারা জুটি বেধে কাজ করবেন।
‘পাংকু জামাই’ ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান এবং প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার। ২০১৬ সালের ১ জানুয়ারি এফডিসিতে মহরতের মধ্য দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। পরে ছবির নায়িকা অপু বিশ্বাস হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় মার্চ মাসে বন্ধ হয়ে যায় ছবির শুটিং।
দেড় বছর পর আবারও শুরু হচ্ছে ‘পাংকু জামাই’য়ের শুটিং। চলতি মাসেই শুরু হবে ছবির ডাবিং। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটা সিক্যুয়েন্সের শুটিং হবে। তাছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে, জানিয়েছেন ছবিটির প্রযোজক মোজাম্মেল হক সরকার।
ছবির পরিচালক আবদুল মান্নান বলেন, ‘যেহেতু শাকিবের ওপর নিষেধাজ্ঞা আছে, তাই তার অংশের শুটিং বাকি রাকা হবে। আমরা প্রত্যাশা করছি শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করার পরিবেশ তৈরি করবেন চলচ্চিত্র পরিবার। যে যাই বলুক, এটা সত্য যে শাকিব খান ছাড়া আর কারও ছবি বাংলাদেশে এখন চলে না।’
‘পাংকু জামাই’ ছবিতে শাকিব -অপু ছাড়াও আরও অভিনয় করছেন পুষ্পিতা পপি ও এ টি এম শামসুজ্জামান। এর আগে ‘রাজনীতি’ ছবিতে শেষবারের মত একসঙ্গে জুটি বেধে কাজ করেন শাকিব-অপু। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এখনও দেদারছে চলছে ঢাকার বিভিন্ন হলগুলোতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন