‘এখনও আমি বদলে যায়নি, পুরোনো সেই নাসির হোসেনই আছি’
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থেকেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি নাসির হোসেনের। উল্টো শুনতে হয়েছে ‘সিরিয়াসনেস নেই’ এমন অপবাদ। ডাগ আউটে বসে বসে বিশ্বকাপ শেষ করা নাসির হোসেনের বর্তমান ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
এবার নতুন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে মাঠে নামার আগে নাসির জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপে দলে জায়গা হওয়ার পরও খেলতে পারিনি সেই স্মৃতি এখন অতীত হয়ে গিয়েছে।বুধবার টি-২০ বিশ্বকাপ এবং আসন্ন প্রিমিয়ার লিগ নিয়ে সাংবাদিকদের
সঙ্গে কথা বলেন নাসির। তখন তিনি এসব কথা বলেন।
গত রোববার প্লেয়ার্স ড্রাফটে ডানহাতি এই স্পিন অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে প্রাইম দোলেশ্বর।বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই মাঠের অনুশলীন শুরু করেছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপ প্রসঙ্গে নাসির বলেন, ‘যেটা হয়ে গেছে সেটাতো হয়েই গেছে, তাই এসব (বিশ্বকাপে না খেলা) নিয়ে আর ভাবতে চাই না। তাছাড়া ভাবার দরকার বলেও আমি মনে করি না। শুধু ক্রিকেটটা ভালো করে খেলে যেতে চাই। আসলে আমি এমনই, তবে যেখানেই খেলি না কেন আমার মতো খেলার চেষ্টা করি।’
ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের সুপার টেনের চার ম্যাচের একটিতেও একাদশে সুযোগ না পাওয়ায় কোনো ক্ষোভ নেই নাসিরের। তবে নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে নাসির বলেন, ‘এখনও আমি বদলে যায়নি। পুরোনো সেই নাসির হোসেনই আছি। তাই নিজে থেকে কোনো চ্যালেঞ্জ বা বাড়তি চাপ নিতে রাজি নই। তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে আমি দারুণভাবে মুখিয়ে রয়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন