এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দলই ঘোষণা করেনি ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার নির্ধারিত সময়ের সর্বশেষ তারিখ ছিল ২৫ এপ্রিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া আট দলের মধ্যে সাতটি দলই নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে, শুধু ভারত ছাড়া। শেষ সময় ২৫ এপ্রিল পার হয়ে যাওয়ার পরও ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেনি। যদিও, আইসিসির কাছে এর কারণ বর্ণনা করে আরও কিছু সময় চেয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআ।
ভারতীয় ক্রিকেট বোর্ড এখন বলতে গেলে পুরোপুরি অভিভাবকহীন। এত বিশাল একটি দেশের ক্রিকেট এখন চলছে অভিভাবক ছাড়াই। সুপ্রিম কোর্টের নির্দেশনার কারণে বলতে গেলে বিসিসিআই এখন চরম আর্থিক দুর্গতিতে রয়েছে। এমনকি বোর্ডের মধ্যে বিরোধের কারণে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে কি না সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে বলে কয়েকদিন আগেই খবর প্রকাশ হয়েছিল।
তবে, নির্ধারিত সময়ের মধ্যে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়নি? এর কারণ জানাতে গিয়ে বিসিসিআই বলছে, ‘অপারেশনাল’। বিসিসিআইয়ের প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই বিলম্বটা অনিবার্যকারণ বশত। বিসিসিআই সেক্রেটারি অমিতাভ চৌধুরী, প্রধান নির্বাহী রাহুল জোহরি ব্যস্ত রয়েছেন আইসিসির বৈঠক নিয়ে। অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন আইপিএল নিয়ে ব্যস্ত। সুতরাং, স্কোয়াড যে তৈরি করা হবে, এ নিয়ে দায়িত্বশীলরা একসঙ্গে হচ্ছেন না, স্কোয়াডও তৈরি হচ্ছে না।
বিসিসিআইর এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, ‘আমরা এই বিলম্বের কারণ সম্পর্কে আইসিসিকে জানিয়েছি। তাদেরকে এটাও বলেছি, আমরা খুব দ্রুত দল ঘোষণা করবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন