এখনও শীর্ষে ওঠার স্বপ্ন কুমিল্লার!

টানা পাঁচ ম্যাচে হার, ষষ্ঠ ম্যাচ জয়। সপ্তম ম্যাচে আবারও সেই হারের বৃত্ত। পরিসংখ্যানটি চলতি বিপিএলে গেলবারের চলতি শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই অবস্থা থেকেও আশা হারাচ্ছে না মাশরাফি বিন মুর্তজারা। দলের ওপেনার ইমরুল কায়েসের মতে, এখনো শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের!
হাতে রয়েছে পাঁচ ম্যাচ। এই পাঁচ ম্যাচকেই পুঁজি করতে চায় কুমিল্লা। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা ফিরে কঠোর অনুশীলনের পাশপাশি চলছে যুদ্ধ প্রস্তুতি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমকে কায়েস বলেন, ‘বাকি যে কয়টা ম্যাচ আছে সেগুলো জেতাটাই লক্ষ্য। চেষ্টা করব ভাল ক্রিকেট খেলা। আমরা রেজাল্ট নিয়ে আপাতত ভাবছি না। কোথায় যাব, সেমিফাইনাল খেলব কিনা, এসব নিয়ে ভাবনা নেই। আমাদের হাতে এখনও পাঁচটি ম্যাচ আছে। যে কোন কিছু এই পাঁচ ম্যাচে ঘটতে পারে। যদি ভাল কিছু হয়, আমরা বটম থেকে টপেও যেতে পারি! যে কোন কিছুই সম্ভব।’
আগেরবারের চ্যাম্পিয়ন দল। বছর ঘুরতেই আসরে সেই দলটিই নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া। হতাশ সমর্থক, মালিক, এমনকি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সমর্থকদের কাছে এমন পারফরম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিপিএলে তিনবারের শিরোপাজয়ী অধিনায়ক।
ইমরুল কায়েসের মতে, প্রতি আসরেই কোন না কোন দল ঝামেলাই পড়ে। তাদের সহজাত পারফরম্যান্স দেখাতে পারলেও, আসে না আকাঙ্ক্ষিত ফল।
চলতি বিপিএলে আট ম্যাচে ১২১ রান করা ব্যাটসম্যান বলেন, ‘প্রত্যেকটা বছরই বিপিএলে কোন না কোন দল একটা না একটা সমস্যায় পড়ে। শেষ বিপিএলে সিলেট রয়্যালসের একটা ভালো দল ছিল, ওরা ভালো ক্রিকেট খেলেও জিততে পারেনি। এখানে ভাগ্য লাগে। আমাদের এটা ফেবার করছে না। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলা। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভালো ক্রিকেট খেলতে পারলে এটা টিমের জন্য ভালো হবে।’
জানিয়ে রাখা ভালো, টুর্নামেন্টে নিজেদের অষ্টম ম্যাচে শনিবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরয়ান্স। হাতে রাখা পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেলে শেষ চারের টিকিট জেতার আশা জিইয়ে রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন