এখনো ধোয়াশা পেস বোলিং কোচ নিয়ে
বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক পদত্যাগপত্র জমা দেয়ার পর থেকেই গুঞ্জন কে হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ।
গত ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঈদের আগেই টাইগারদের বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ১২ দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন আরও ২-৩ দিনের কথা। তিনি বলেন, ‘বোলিং কোচের ব্যাপারে এখনও কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’
জানা গেছে, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে কিংবা চামিন্দা ভাসের ব্যাপারেই বোর্ডের আগ্রহ রয়েছে। এদের দুইজনের মধ্য থেকে একজনকে টাইগারদের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। এর আগে রমানায়েকে ২০০৮ সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি দায়িত্ব পান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের।
অন্যদিকে ২০১৩ সালে তার জায়গাতেই শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক লঙ্কান পেসার ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন