এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশের সেমি-ফাইনাল
সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৯ দলকে অনেকটা উড়িয়েই দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের বিরুদ্ধে যুবাদের ৭ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমি-ফাইনাল নিশ্চিত বলে ধারণা করেছিল অনেকে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তান অনূর্ধ্ব১৯ দলকে হারিয়ে দিলে তা নিশ্চিত হয়েও যেতো। কিন্তু তা হতে দেয়নি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। ব্যাট হাতে দারবিশ কবিরের ৯৩ ও বল হাতে জহির খান ৩ উইকেটের সুবাদে জয় পেয়েছে তারা। ফলে স্বাগতিক সিঙ্গাপুর ছাড়া গ্রুপ বি- এর বাকি তিন দলেরই সেমি-ফাইনালে খেলার সুযোগ রয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান স্বাগতিকদেরকে ৯ উইকেটে হারায়। বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে বোনাস পয়েন্ট সংগ্রহ করে তারা। বর্তমানে নাসির নওয়াজদের পয়েন্ট পাঁচ। অন্যদিকে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে আফগানিস্তান ৪ পয়েন্ট অর্জন করে নিয়েছে। আর সিঙ্গাপুরের যুবারা টানা দুই ম্যাচ হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। আর শীর্ষে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বেশ শক্ত একটি অবস্থানে রয়েছে। দুই ম্যাচের দুইটিতে জিতেছে তারা। সিঙ্গাপুরের বিরুদ্ধে অর্জন করেছে বোনাস পয়েন্ট। বর্তমানে বাংলাদেশের যুবাদের পয়েন্ট ৯।
নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ-১৯ কে সাইফ হাসানরা হারাতে পারলে সেমি-ফাইনালে চলে যাবে তারা। তবে যদি পাকিস্তানের বিপক্ষে হেরে যায় এবং আফগানিস্তানের যুবারা সিঙ্গাপুরের যুবাদের বিপক্ষে বোনাস পয়েন্ট সহ জিতে যায় তাহলে তিন দলের পয়েন্ট হবে ৯। তখন নেট রান রেটের সমীকরণে পড়তে হবে সাইফদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন