এখনো নেভেনি আগুন, ধসে পড়েছে মার্কেটের একাংশ
রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকল বাহিনীর ২২টি ইউনিট সাত ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করলেও এখনো আগুন নেভাতে পারেনি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। পানি সংকটে আগুন নেভাতে দেরি হচ্ছে। সকাল সোয়া নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল।
গতকাল রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুন লাগে। পাশের কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে আগুন কসমেটিকসের দোকান হয়ে ডিসিসি মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে এই কাজে দমকল বাহিনীর মোট ২২টি ইউনিট অংশ নেয়। তবে সবগুলো ইউনিট একসঙ্গে কাজ করতে পারছে কি না তা জানা যায়নি। পানির সংকট দেখা দেয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে। ইতোমধ্যে ধসে পড়েছে মার্কেটের একাংশ।
ভেতরের যে অংশ আগুন নিভে গিয়েছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছিল সেগুলোকে আবার আগুন জ্বলতে দেখা গেছে। রাতে আগুন লাগায় সাঁটার বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুনে দুইজন দগ্ধের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাতিরঝিল ও গুলশান লেক থেকে পানি আনা হচ্ছে।
মার্কেটের গ্লাসগুলো ভেঙে দিয়ে আগুনের ধোঁয়া বের করার চেষ্টা করা হচ্ছে।
মার্কেটের সামনে হাজার হাজার জনতা ভিড় করছেন। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর মানুষদের সরানোর চেষ্টা করছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













